ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য আয়মান ওদেহ অভিযোগ করেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি চাওয়ায় তাকে অধিবেশন থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।
সোমবার মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে প্রতিবাদের জেরে তাকে এবং আরেক সদস্য ওফার ক্যাসিফকে নেসেট থেকে বহিষ্কার করা হয়।
ঘটনার পর আয়মান ওদেহ এক বিবৃতিতে বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় যে দাবিকে সমর্থন করে, সেই সহজ দাবিটি তোলার জন্যই আমাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হলো। আমি শুধু চেয়েছিলাম ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি, যা একটি সাধারণ বাস্তবতা।'
জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের ভাষণ চলাকালে আয়মান ওদেহ এবং ওফার ক্যাসিফ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের প্রতিবাদের মূল দাবি ছিল দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই ঘটনায় অধিবেশনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্পিকার তাদের বহিষ্কারের নির্দেশ দেন।
এই ঘটনা ইসরায়েলের রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুতে চলমান উত্তেজনা এবং মতবিরোধকে আরও একবার স্পষ্ট করলো। আন্তর্জাতিক কোনো ব্যক্তিত্বের ভাষণের সময় আইনপ্রণেতাদের এভাবে বহিষ্কারের ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে উন্মোচিত করেছে।
সূত্র: আল জাজিরা
আইকে/এসএন