সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে বনানী থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ওয়াহিদুজ্জামান আবেদনটি নাকচ করে দেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ওমর ফারুক।
এর আগে গত ৮ অক্টোবর ব্যারিস্টার আহসান ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জামিন দেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত ৪ অক্টোবর রাজধানীর গুলশান থেকে ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন ভোরে ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের নেতা এম এ সাত্তার ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, ব্যারিস্টার আহসান হাবিব আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও জুলাই আন্দোলেন শেখ হাসিনার পতনে সক্রিয় ভূমিকা পালন করেন।
ইউটি/টিএ