রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে ডানপন্থীদের এখন জয়-জয়কারই বলা যেতে পারে। অন্তত আওয়াজের দিক থেকে তারা বেশ সুপ্রিয়। সেখান থেকে বিএনপির এই রাজনীতিটা অত্যন্ত ইতিবাচক রাজনীতি। যদিও এটা অত্যন্ত কঠিন রাজনীতি।
কিন্তু এই রাজনীতিটা যদি তারেক রহমান করতে পারেন- একটা আধুনিক বাংলাদেশের রাজনীতি, একটা লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে বিএনপিকে যদি তিনি দাঁড় করাতে পারেন, আমি মনে করি ভবিষ্যৎ তাদের জন্য অনেকখানি উজ্জ্বল।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘তারেক রহমান গত কয়েক বছর ধরে বিএনপির মূল নেতৃত্বে আছেন। যদিও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি দলটাকে একটা মধ্যপন্থার রাজনীতিতে আনার চেষ্টা করছেন। সেটা বোঝা গেছে গত দুই-তিন বছরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে। বিশ্বজুড়ে আমরা জানি যে ডানপন্থার একটা জয়-জয়কার।’
জিল্লুর বলেন, ‘তারেক রহমান তার কথাবার্তায়, সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে অত্যন্ত ইতিবাচক মনোভাবের পরিচয় দিচ্ছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মতো কোনো অশালীন বাক্য উচ্চারণ করেননি। প্রতিপক্ষের রাজনৈতিক নেতাদের নাম ধরে কোনো কথা বলেননি। অত্যন্ত শালীনতার পরিচয় তিনি দিয়েছেন।’
জিল্লুর আরো বলেন, ‘বেগম জিয়ার একটা বড় কারিশমা আছে। তিনি আন্দোলন করে রাজনীতিতে বড় নেত্রী হয়েছেন। কম কথা বলতেন। তার ব্যক্তিত্ব, সব মিলিয়ে মানুষ তাকে অনেক পছন্দ করতো। এখনো আমি মনে করি যে, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে এই মুহূর্তে তিনি সবচাইতে পছন্দের।’
কেএন/টিকে