বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, পিআর পদ্ধতি দেশের জনগণ বোঝে না। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে গুটি কয়েক রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণার নামে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের জনগণ তাদের এই কর্মসূচিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বাজার এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তবে আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠিত হলে, সেই সংসদে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। এই অবস্থায় দেশের স্বার্থে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন, ব্যালটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফার প্রস্তাব ঘোষণা করেছেন, এটি এ দেশের নির্যাতিত, নিপীড়িত জনগণের মুক্তির সনদ। আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাই রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, বিএনপি নেতা রফিকুল আলম শামীম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, বিএনপি নেতা খোকা মেম্বার, সাইদুর রহমান, আলমগীর হোসেন সহ কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
টিজে/টিএ