ক্যানসারের মরণ থাবায় বুধবার চিরঘুমে শায়িত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা পঙ্কজ ধীর। ভারতীয় দর্শকদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘মহাভারতের কর্ণ’ হিসেবে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ তার বলিষ্ঠ অভিনয় তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।
৬৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে লড়াই করছিলেন পঙ্কজ। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অস্ত্রোপচারও করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বুধবার, ১৫ অক্টোবর না ফেরার দেশে চলে যান তিনি।
অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় মুম্বাইয়ের ভিলে পার্লের পবনহংস শ্মশানে। সেখানে টেলিভিশন ও চলচ্চিত্র জগতের বহু তারকা উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান প্রয়াত অভিনেতাকে। তাদের মধ্যে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খানও।
সাদামাটা জলপাই রঙের পোশাকে, বিষণ্ণ মুখে দেখা যায় সালমানকে। শ্মশানে পঙ্কজের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পঙ্কজের পুত্র নিখিল ধীরকে জড়িয়ে ধরে চোখের জল লুকোতে দেখা যায় ভাইজানকে। সেই দৃশ্যই এখন ভাইরাল নেটমাধ্যমে।
শেষযাত্রায় উপস্থিত ছিলেন বি আর চোপড়ার ‘মহাভারত’-এর অন্যান্য শিল্পীরাও। দেখা গেছে দীপ ধিল্লোঁ, ‘দ্রোণাচার্য’ সুরেন্দ্র পল, ‘অর্জুন’ ফিরোজ খান, মুকেশ ঋষি ও ‘চন্দ্রকান্তা’-খ্যাত শাহবাজ খানকে। সলমানের কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও।
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও পঙ্কজ ধীর রেখে গেছেন নিজের ছাপ। ‘জমিন’, ‘সোলজার’ এবং ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো জনপ্রিয় ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও তাকে দেখা গিয়েছিল।
অভিনেতার মৃত্যুতে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বলিউডে শোকের ছায়া নেমে এসেছে, শোকাহত তার অসংখ্য অনুরাগীও। পঙ্কজ ধীরের মৃত্যু ভারতীয় বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কেএন/টিএ