বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মা হয়েছেন। সে কারণে তিনি মিডিয়ার আড়ালে ছিলেন। এরমধ্যেই শোনা যাচ্ছিল, দীর্ঘ বিরতির পর তিনি বড় ধামাকা নিয়ে ফিরতে চলেছেন- যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ‘ধুম ৪’-এর মাধ্যমে। কিন্তু হঠাৎ করেই সামনে এলো নতুন খবর, কিয়ারাকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রজেক্ট থেকে!
রিপোর্ট অনুযায়ী, কিয়ারা আদভানি ওয়াইআরএফের কয়েকটি প্রকল্পের জন্য চূড়ান্ত হয়েছিলেন, যার মধ্যে ‘ধুম ৪’ অন্যতম। কিন্তু এনড্রাভিলাস ডট নেটের তথ্যমতে, তাকে প্রকল্পগুলো থেকে সরিয়ে দেওয়ার দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, তার মাতৃত্বকালীন ছুটির কারণে শুটিংয়ে বিলম্ব হতে পারে। দ্বিতীয়ত, তার শেষ ওয়াইআরএফ ছবি ওয়ার ২-এর ব্যবসায়িক সাফল্য কিছুটা নিম্নমুখী ছিল, যা প্রোডাকশন হাউসের জন্য উদ্বেগের কারণ।
তবে, এই বিষয়টি নিয়ে অনলাইনে বিতর্ক চলছে। রেডিটে অনেকেই মনে করছেন, কিয়ারা ওয়াইআরএফ থেকে বাদ পড়ার পেছনে আসল কারণ তার মাতৃত্বকালীন ছুটি বা ওয়ার ২-এর পারফরম্যান্স নয়, বরং প্রোডাকশন হাউসের ফ্র্যাঞ্চাইজির রিব্র্যান্ডিংয়ের প্রচেষ্টা।
কেউ কেউ কিয়ারার সঙ্গে ওয়াইআরএফ-র সম্পর্কের এই অবনতিকে অন্য বড় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সঙ্গে তুলনা করেছেন। দীপিকা মাতৃত্বের পর বড় বড় প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারণ তিনি শুটিংয়ে ৮ ঘণ্টার কাজের শিফট চান যাতে তার নবজাতক সন্তানের জন্য সময় রাখতে পারেন।
এবি/টিএ