ভারতের তামিলনাড়ু সরকার রাজ্যে হিন্দি নিষিদ্ধ করার বিল আনতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন আসন্ন অধিবেশনের শেষ দিনে এই বিলটি উপস্থাপন করবেন, যার লক্ষ্য তামিলনাড়ুজুড়ে হিন্দি ভাষার সাইনবোর্ড ও হিন্দি চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ করা। এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সরকারি নথিতে রাজ্য সরকার ব্যবহৃত ভারতীয় মুদ্রার প্রতীক ‘₹’-এর পরিবর্তে তামিল অক্ষর ‘ரூ’ ব্যবহার শুরু করে, যা রাজ্য বাজেট উপস্থাপনের আগে প্রকাশ্যে আসে।
এটি এমন এক সময়ে ঘটেছিল যখন সরকারি যোগাযোগে আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে বিতর্ক তীব্র হয় এবং ডিএমকে অভিযোগ তোলে, হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। স্টালিন বলেছিলেন, ‘হিন্দি যদি চাপিয়ে না দেওয়া হয়, আমরা তার বিরোধিতা করব না।’ তার মতে, তামিলদের ওপর ভাষা চাপিয়ে দেওয়া মানে তাদের আত্মসম্মানের সঙ্গে খেলা করা।
তিনি আরো বলেন, বিজেপি ‘তিন-ভাষা নীতি’র নামে প্রথমে হিন্দি, পরে সংস্কৃত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা তামিলনাড়ুর দুই-ভাষা নীতির (তামিল ও ইংরেজি) বিপরীত।
স্টালিনের মতে, এই দুই-ভাষা নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সাফল্য এনেছে।
তিনি অভিযোগ করেন, বিজেপি দক্ষিণের এই রাজ্যের সঙ্গে ‘প্রতারণা’ করছে এবং প্রতিশ্রুতি দেন, তিনি ভাষা ও মানুষের মর্যাদা রক্ষায় কোনো ছাড় দেবেন না। ডিএমকে অভিযোগ করেছে, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জাতীয় শিক্ষা নীতিতে তিন-ভাষা সূত্র প্রবর্তনের মাধ্যমে হিন্দি চাপিয়ে দিতে চায়—যদিও কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে।
এবি/টিএ