খালেদা জিয়া বলেছিলেন, একদিন হাসিনাকেও মানুষ উচ্ছেদ করবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল আওয়ামী লীগ সরকার। সেদিন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, আমাকে যেভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, একদিন দেশের মানুষ ঠিক সেভাবেই হাসিনাকেও দেশ থেকে উচ্ছেদ করবে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনটা এজন্যই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ এখন নেই, তাহলে ভোট দেব কাকে? আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। কেউ কেউ অন্য দল নিয়ে নির্বাচনে নামছে, জামায়াতও নির্বাচনী মাঠে নেমেছে। এখন সিদ্ধান্ত আপনাদের কাকে সরকারে বসাতে চান, সেটা আপনাদেরই বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে আমরা রাষ্ট্রব্যবস্থাকে এমন জায়গায় নিতে চাই, যাতে আর কোনো ‘দ্বিতীয় হাসিনা’ না আসতে পারে। শেখ হাসিনাকে আমরা আর চাই না। কোনো ফ্যাসিস্ট সরকার চাই না। আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই। এজন্য আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন, স্বাধীন বিচারব্যবস্থা ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলেছি।’

হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘হিন্দু ভাইয়েরা অতীতে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদের আশ্বস্ত করতে চাই আমাদের সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব। মা-বোনদের নিরাপত্তা ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে।’

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এর আগেও আমরা নির্বাচন করেছি, এবারও করব। জামায়াতও মাঠে নেমেছে। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে সংসদে পাঠাবেন এবং কার হাতে আপনাদের কাজগুলো হবে। ২০০১ সালে আপনাদের ভোটে আমি সংসদে গিয়েছিলাম, মন্ত্রী হয়েও এলাকায় অনেক উন্নয়ন করেছি। কৃষকদের জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল, আরও অনেক কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘একটি দল পিআর নিয়ে মিছিল-মিটিং করছে। পিআর মানে আসলে কী, আমি নিজেই বুঝি না দেশের মানুষ কিভাবে বুঝবে? তাই তর্ক-বিতর্ক বাদ দিয়ে আমাদের উচিত আগামী ফেব্রুয়ারিতে একটি সুন্দর, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেয়া।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img

চাকসু নির্বাচন ২০২৫

অতীশ দীপঙ্কর হলের ফল ঘোষণা Oct 16, 2025
img
চাকসু নির্বাচন: মাস্টার দা সূর্য সেন হলের ফল ঘোষণা Oct 16, 2025
img

চাকসু নির্বাচন ২০২৫

চাকসুর ফল কারচুপির অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান Oct 16, 2025
img
গাড়িতে আক্রমণের ঘটনায় নাইমের ফেসবুকে পোস্ট Oct 16, 2025
img
হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া Oct 16, 2025
img
শ্রীলঙ্কার ভিসা পেতে এখন অনুমতি লাগবে বাংলাদেশিদের Oct 16, 2025
img

চাকসু নির্বাচন ২০২৫

মুখোমুখি ছাত্রদল ও শিবির : পুলিশ সুপারের মাথায় আঘাত, বিজিবি মোতায়েন Oct 16, 2025
img
এআই প্রযুক্তির ফাঁদে অক্ষয় ও হৃতিক, মামলা পৌঁছেছে আদালতে Oct 16, 2025
img

চাকসু নির্বাচন ২০২৫

সূর্য সেন হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির Oct 15, 2025
img
যুক্তরাজ্যের মূল্যায়নে নিরাপত্তার দিক দিয়ে দেশসেরা সিলেটের ওসমানী বিমানবন্দর Oct 15, 2025
রিপন মিয়াকে নিয়ে চমকের ফেসবুক পোস্ট নেট দুনিয়ায় তোলপাড় Oct 15, 2025
নভেম্বরে গণভোট চাইলো জামায়াত Oct 15, 2025
আশা করছি ১৭ অক্টোবর সব রাজনৈতিক দল জুলাই সনদে সাক্ষর করবে’ Oct 15, 2025
মাশরাফি সরলেন রাজনৈতিক অঙ্গন থেকে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার! Oct 15, 2025
সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য চবি ছাত্রদলের এজিএস প্রার্থীর! Oct 15, 2025
মিরপুরের কেমিক্যাল ভবনে আগুন, আরও ৭২ ঘণ্টা সময় লাগতে পারে Oct 15, 2025
নির্বাচনের আগে কতটা চাপে ছাত্রশিবির প্যানেল? Oct 15, 2025
img
কেবিসির হট সিটে অমিতাভের মুখোমুখি দিলজিৎ, পুরস্কারমূল্য যাবে বন্যার্তদের সেবায় Oct 15, 2025
img
‘ধুম ৪’ থেকে আচমকা বাদ পড়ল কিয়ারা Oct 15, 2025
img

জুলাই আন্দোলন

শেখ হাসিনার ফোনালাপ গোপনে রেকর্ড করে এনটিএমসি Oct 15, 2025