চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হোস্টেল ও হল সংসদ নির্বাচনে ব্রেইল পদ্ধতির ব্যালট না ছাপানোয় হতাশা প্রকাশ করেছেন শারীরিক প্রতিবন্ধী ভোটাররা।
একারণে তারা ভোট দিলেও সেই ভোট যথাযথ প্রার্থীর ব্যালটে পড়ছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।
মোহাম্মদ তুষার নামে এক ভোটার অভিযোগ করেছেন, তাদের ৭০ জন ভোটার রয়েছেন। তাদের জন্য কেন্দ্র করা হয়েছে চাকসু ভবনের দ্বিতীয় তলায়। নির্বাচন কর্মকর্তাদের সহায়তায় তারা ভোট দিচ্ছেন। কিন্তু যে প্রার্থীকে তারা ভোট দিতে বলেছেন সেই প্রার্থীর ব্যালটে ভোট দিচ্ছেন কিনা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, সেটা তারা কেমন করে নিশ্চিত হবেন। তাছাড়া বক্সে ডাবল ব্যালট ঢুকিয়ে দেওয়ার শঙ্কাও রয়েছে। ব্রেইল পদ্ধতির ব্যালট হলে তারা নিজ নিজ কেন্দ্রে নিজেরাই ভোট দিয়ে নিজেরাই ব্যালট বক্সে ঢুকাতে পারতেন। এতে কোনো সন্দেহ-সংশয় থাকত না।
তারা বলেন, নির্বাচন কমিশন ২৭ হাজার ব্যালট ছাপাতে পারল, তাদের জন্য ৭০ টি ব্যালট ছাপাতে পারলনা। এটা তাদের জন্য খুবই কষ্টের।
টিজে/এসএন