সিলেটে গত ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় পণ্যসহ বিভিন্ন অপরাধে মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ৯০৪ পিস চকলেট, ৩৬৩ পিস সাবান এবং নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস।
এছাড়া অভিযানে ঢাকা মেট্রো ম-৫১৩৪২৫ নম্বরের একটি গাড়িও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ অভিযানে মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক থানা ও গোয়েন্দা শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চলমান এই বিশেষ অভিযান শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
এসএস/এসএন