রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের পর থেকে প্রতিষ্ঠান দুটির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৫ অক্টোবর) ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানার তৈরি কাপড় স্থানীয় বাজারে বিক্রি হয়। প্রতিষ্ঠানটি বিজিএমইএ’র তালিকাভুক্ত নয়।
মূলত কারখানাটির দ্বিতীয় ও তৃতীয় তলায় পোশাক তৈরি হতো উল্লেখ করে তিনি বলেন, এখানে সেফটি-সিকিউরিটি কিছুই ছিল না। অগ্নিকাণ্ডের পর থেকে এর মালিক আনোয়ারের খুঁজে পাওয়া যাচ্ছে না।
পাশের রাসায়নিক গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ এবং এর মালিক আলমেরও খোঁজ নেই বলে জানিয়েছেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স ছিল কি না, তা-ও নিশ্চিত করা যায়নি।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আইকে/টিএ