বিদেশি কর্মীদের বেতন-ভাতা ও অবস্থান সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যাওয়ায় বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার (১৫ অক্টোবর) বিডা আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে খুব শিগগিরই নতুন ভিসানীতি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিনিয়োগের সুযোগে চীন, ভারতসহ বিভিন্ন দেশের অসংখ্য নাগরিক দেশে প্রবেশ করছে। এদের মধ্যে অনেকে প্রকৃত তথ্য গোপন করে নানা অপকর্মে জড়াচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আশিক চৌধুরী বলেন, ‘জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও আপস নেই। সব দপ্তরের লক্ষ্য এক, দেশের স্বার্থ রক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’ তিনি বলেন, বিদেশি কর্মীদের মাধ্যমে বর্তমানে দেশের দক্ষ জনবলের ঘাটতি পূরণ করা হচ্ছে।
বিডা চেয়ারম্যানের বলেন, ‘বিদেশিদের ব্যবসার সুযোগ দেয়া হচ্ছে দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা ও বৈদেশিক মুদ্রা আহরণের লক্ষ্যেই। তবে বিদেশি কর্মীদের কার্যক্রম এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে।’
এসএস/টিএ