এতোদিন ধরে বিএনপি যে কাজ করেছে, যুদ্ধ করেছে তা জনগণকে বিবেচনায় নেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন- এটাই আমার শেষ ভোট।
বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারের বক্তৃতায় তিনি এই কথা বলেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিলো আওয়ামী লীগ। এবার সুযোগ এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। অন্তর্বর্তী সরকার দুর্বল হলেও তারা একটি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে কাজ করছেন।
এদিকে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নানা দাবি-দাওয়ায় উত্তাল দেশ। এই প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এতো দাবি সামলাতে সরকার ভারাক্রান্ত। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী সরকার আসা পর্যন্ত অপেক্ষা করুন। শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির অন্য কোনো দেশ নেই। তার দল এখানে থেকেই সুখ-দুঃখ ভাগ করে পথ চলবে।
বিএনপি নির্বাচন চায় গণতন্ত্র ফেরাতে, ক্ষমতায় যেতে নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলবে না, তাই নির্বাচন দরকার।
এদিনের বক্তৃতায় মির্জা ফখরুলের কণ্ঠে ছিলো ধর্মকে পুঁজি করে রাজনীতির মাঠ গরমের প্রসঙ্গও। বলেন, কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, যা সঠিক হচ্ছে না। ধর্মীয় ইমোশন পুঁজি করে রাজনীতি করাটা ঠিক না।
পিআরের দাবি পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা ভোটারদের সিদ্ধান্ত নিতে ভুল না করার আহবানও জানান। শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির অন্য কোনো দেশ নেই। তার দল এখানে থেকেই সুখ-দুঃখ ভাগ করে পথ চলবে।
ইউটি/টিএ