দেশের এখন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সবাই যাকে ‘রিপন ভিডিও’ নামেই চেনেন। সম্প্রতি তার পারিবারিক কিছু তথ্য গণমাধ্যমে চলে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তাকে নিয়ে ‘ট্রল’ করতেও দেখা গেছে অনেক কনটেন্ট ক্রিয়েটরকে।
তবে এই সময়েও রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিপন মিয়ার বিপদের সময় তার পাশে থাকার ঘোষণা দেন স্বপন। তার দাবি, সবার পরিবারে কোনো না কোনো ঝামেলা বা সমস্যা থাকে। রিপন মিয়াকে নিয়ে সর্বশেষ পোস্টে স্বপন বলেন, ‘আমি যা বলি দিন শেষে সেটাই ঠিক হয়।
অভিজ্ঞতা ছাড়া কথা বলি না। যান এবার রিপন মিয়ার কাছে ক্ষমা চান। ভেবেছিলেন রিপন মিয়া শেষ, এতো দিন ব্যবহার করছেন। তার কাছে চলে গেছেন কনটেন্ট বানাতে। যখন ছেলেটি বিপদে পড়ল তখন ছেলেটি ভালো জানার পরও সবাই মজা নেওয়া শুরু করলেন।’
তিনি আরো বলেন, ‘কারণ ভেবেছেন সে শিক্ষিত না, সে ডাউন হলে আর উঠে দাঁড়াতে পারবে না। ভেবেছেন তাকে আর প্রয়োজন নাই। শুনেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ। আপনাদের মধ্যে কৃতজ্ঞতাটুকু নাই। যে ছেলের সঙ্গে কনটেন্ট বানিয়ে ভিউ ব্যবসা করলেন। সেই ছেলের বিপদে মজা শুরু করলেন।’
এর আগে আরেক পোস্টে রিপন মিয়ার পাশে থাকার ঘোষণা দিয়ে স্বপন বলেন, ‘আমি স্রোতের বিপরীতে চলি। এখন সবাই রিপন মিয়ার বিপক্ষে, কিন্তু আমি রিপন মিয়ার পক্ষে। বিয়ের বিষয়টি হয়তো কোনো কারণেই অস্বীকার করেছে। মা-বাবার বিষয়ে হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই এমনটা ঘটেছে। প্রতিটি পরিবারেই কোনো না কোনো সমস্যা থাকে এবং থাকবেও।’
এর আগে গতকাল মঙ্গলবার বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক সংবাদে রিপন মিয়ার পরিবারের সঙ্গে দূরত্বের তথ্য উঠে এসেছে। প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী, রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা-মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপন। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি। দেন না ভরণপোষণ।
রিপনের মা এটিএন নিউজকে বলেন, ‘খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব। পরিচয় দিলে যদি ওর মান-সম্মান না থাকে। ও বাড়ি করেছে।’ তিনি জানান, রিপন মিয়ার বিয়ে তারাই (পারিবারিকভাবে) দিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া। প্রকাশিত ওই সংবাদে দেওয়া বক্তব্যে রিপন দাবি করেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী।
রিপনের বাবা জানান, প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি। তার দাবি, ছেলে ভরণপোষণ দেয় না। তবে খোঁজখবর নেয়।
এসএস/এসএন