দুই দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে রাজত্ব করছেন হাবিব ওয়াহিদ। আধুনিক বাংলা গানের জনক হিসেবে পরিচিত এই শিল্পীর জন্মদিন আজ (১৫ অক্টোবর)। দিনটি ঘিরে ভক্ত থেকে শুরু করে তারকারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি, নিজের স্ত্রীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন তিনি।
বুধবার জন্মদিনের প্রথম প্রহরেই সামাজিক মাধ্যমে প্রিয় মানুষটিকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দেন হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী শিফা। দেখা যায়, হাবিবের সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে হাবিবকে নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে ভিন্ন রূপে দেখা যায়। সঙ্গেই আছেন স্ত্রী শিফা; দুজনকে দেখা যায় বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হতে।
ক্যাপশনে শিফা লেখেন, ‘আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’ পোস্টটি প্রকাশের পরই ভক্তরা এই মিষ্টি দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন এবং হাবিবকে শুভেচ্ছায় সিক্ত করেন।বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুর ও মিউজিকের ফিউশন ঘটিয়ে সংগীতে এক অনন্য ধারা সৃষ্টি করেছেন হাবিব ওয়াহিদ। বলা যায়, তার কারণেই দেশীয় সংগীতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, তার হাত ধরেই বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন।
১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন হাবিব; জীবনের সাতচল্লিশ বসন্ত পার করলেন এই শিল্পী। ২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর অ্যালবাম বিক্রির রেকর্ড গড়তে থাকে। তারপর সমানতালে এগিয়ে চলে তার ক্যারিয়ার। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ শিরোনামের গান দিয়ে ফের আলোচনায় এই শিল্পী; সঙ্গে তার অনুরাগীরা ফিরে পেলেন সেই পুরোনো হাবিবকে।
এসএস/এসএন