বলিউডে নতুন ছবির প্রচারে একবার পুনরায় ভিন্ন লুকে হাজির হয়েছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ‘তু মেরি মেইন টেরা, মেইন টেরা তু মেরি’ ছবির ট্রেলারের লঞ্চে অনন্যা কালো রঙের পোলকা ডটের লেস এজড গাউন পরে ভিন্টেজ লুকে দর্শক ও অনুরাগীদের মন জয় করেছেন।
নেটিজেনরা তার এই লুক দেখে মুগ্ধ হয়েছেন। তবে পোশাকের দাম শুনে অনেকে অবাক হয়েছেন, কারণ এটি সাতান্ন হাজার টাকার। অনন্যার সাহসী সাজপোশাক এবং ভিন্নধর্মী এক্সপেরিমেন্ট করার ধরন এই নতুন লুককে আরও আলোচিত করেছে।
এর আগে অনন্যা বিকিনি লুকে বিভিন্ন ফটো শেয়ার করেও সোশাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ‘তু মেরি মেইন টেরা’ ছবিতে তিনি প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফের ধরা দেবেন। বড়দিনে মুক্তি পাওয়া এই ছবির প্রচারে অনন্যা তার লুক এবং ফ্যাশন সেন্স দিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন।
আরপি/এসএন