নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা

অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে।

প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা জাপানের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল।

নভেম্বর উইন্ডোতে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও তাদের দুই প্রতিপক্ষই আফ্রিকান দেশ। এটাও অবশ্য আগেই ঠিক করা ছিল যে, নভেম্বরে সেলেসাওরা মহাদেশটির দুটি দলের মুখোমুখি হবে। যদিও ওই সময় প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত হয়নি। ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।

চলতি বছরের নভেম্বরেই ফিফার উইন্ডো শেষ হবে। এরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া জুনে বিশ্বকাপের আগমুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল। স্বদেশি ফুটবলভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। অবশ্য ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়।



এদিকে, এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেনেগালের বিপক্ষে সর্বশেষ ২০২৩ সালের মার্চে খেলে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল। হেরেছিল ৪-০ ব্যবধানে। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। তার মানে আফ্রিকান দেশটির বিপক্ষে তৃতীয় দেখায় প্রথম জয়ের লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, তিউনিসিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সারতে ২০২২ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে তারা ৫-১ ব্যবধানে জেতে। এর আগে ১৯৭৩ সালে দুই দলের প্রীতি ম্যাচে ব্রাজিল জয় পায় ৪-১ গোলে।

প্রসঙ্গত, চলতি মাসে জাপানের বিপক্ষে নেমে প্রথমবার হেরে কিছুটা ব্যাকফুটে ব্রাজিল। দলটির হেভিওয়েট কোচ আনচেলত্তি এখনও নিজের পছন্দের সমন্বয় খুঁজছেন। ফলে বিভিন্ন পজিশনে তাকে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে হতে যাওয়া প্রীতি ম্যাচ দেখেই সেরা খেলোয়াড়দের সমন্বয়ে স্কোয়াড গড়ায় মনোযোগ সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। তার অধীনে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্রাজিল ৩ জয়, এক ড্র ও দুটি হার দেখেছে। সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী Oct 18, 2025
img
অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তি সহায়তার আশ্বাস ইতালির Oct 18, 2025
img
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১ জনের, হাসপাতালে ভর্তি ৬১৯ Oct 18, 2025
img
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেংশেন, সরানো হচ্ছে বাসিন্দাদের Oct 18, 2025
img
বিতর্কের জেরে আবারও চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি Oct 18, 2025
img
সরিয়ে নেওয়া হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো Oct 18, 2025
img

শাহজালালের কার্গো ভিলেজে আগুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ ফ্লাইটের জরুরি অবতরণ Oct 18, 2025
img

শাহজালালের নির্বাহী পরিচালক

আমরা একটা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি Oct 18, 2025
img
‎জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে : হেলাল Oct 18, 2025
img
শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন Oct 18, 2025
img
হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট Oct 18, 2025
img
ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম-কলকাতায় Oct 18, 2025
img
সব বিভাগে এআই কোর্স চালুর উদ্যোগ নিচ্ছি : খুবি উপাচার্য Oct 18, 2025
img
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ফের হাত মেলানো নিয়ে বিতর্ক Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমানবাহিনী Oct 18, 2025
img
রমজানেও ছুটি পাবে না বাহরাইনের শিক্ষার্থীরা Oct 18, 2025
img
কামিন্স না খেললে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ : বেইলি Oct 18, 2025
img
প্রবাসী বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইক‌মিশনা‌রের মতবিনিময় সভা Oct 18, 2025
img
শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত Oct 18, 2025
img
ঢাকার মঞ্চ মাতালেন পাকিস্তানের হাসান রহিমসহ তিন সংগীতশিল্পী Oct 18, 2025