বিশ্ববিখ্যাত ইউটিউবার মিস্টারবিস্টের সঙ্গে দেখা মিলল বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরকে। সম্প্রতি সৌদি আরবে আয়োজিত একটি অনুষ্ঠানে মিস্টারবিস্ট ওরফে জিমি ডোনাল্ডসনের সঙ্গে ছবি তোলেন তারা। যা ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তৈরি হয় আলোচনা।
ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেন মিস্টারবিস্ট। সঙ্গে লেখেন, ‘হেই ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?’
ছবিতে শাহরুখ ও সালমানকে দেখা যায় স্যুট পরিহিত অবস্থায়, আর আমির খান পরেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। মিস্টারবিস্ট ছিলেন কালো পোশাকে।
ছবিটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের অনুমান, নিশ্চয়ই তারা একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করবেন; যা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করেছেন, ‘বিস্টস উইথ বিস্ট’, কেউ আবার লিখেছেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে এন্টারটেইনমেন্ট জগতে ইতিহাস হবে।’
যদিও এখনো মিস্টারবিস্ট বা তিন খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই এক ছবিতেই বিশ্বজুড়ে বলিউড ও ইউটিউব ভক্তদের আগ্রহ চরমে পৌঁছেছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন। মূলত ব্যতিক্রমধর্মী কনটেন্টের জন্য পরিচিত তিনি; যেখানে বিখ্যাত তারকা, অ্যাথলেট বা সাধারণ প্রতিভাবান মানুষদের নিয়ে তৈরি করেন চ্যালেঞ্জভিত্তিক ভিডিও।
এসব ভিডিওতে অংশগ্রহণকারীরা প্রায়ই বিশাল অঙ্কের অর্থ পুরস্কার পান, কখনও কখনও কয়েক হাজার বা কয়েক লাখ ডলার পর্যন্ত। মিস্টারবিস্টের কনটেন্টে দেখা যায় অসম্ভব মনে হওয়া কাজ—যেমন নির্দিষ্ট জায়গায় ২৪ ঘণ্টা থাকা, অদ্ভুত প্রতিযোগিতা সম্পন্ন করা বা বড় কোনো সামাজিক উদ্যোগে অংশ নেওয়া। তার উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং উদারতা ও সৃজনশীলতার মাধ্যমে দর্শকদের অনুপ্রাণিত করা।
আইকে/এসএন