ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, ‘আমার কোনো দল নেই, সাধারণ মানুষই আমার দল, মানুষের ভালোবাসাই আমার দল। আমি আগেও স্বতন্ত্র হিসেবে এমপি নির্বাচিত হয়েছি, বিপুল ভোটে জনগণ আমাকে বিজয়ী করেছে। তাদের ভালোবাসার কৃতজ্ঞতা জানাতেই আমি আপনাদের কাছে ছুটে এসেছি, আমি ভোটে দাঁড়াবো কিনা সেই সিদ্ধান্ত এখনো নেই, আগেই আমাকে শত্রু ভাববেন না, বিপক্ষ দলে ঠেলে দিবেন না। আপনারা বিভিন্ন দল থেকে যারা নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তাদের তো হাজার হাজার লোকজন আছে, আপনাদের এত ভয় কিসের।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর বাজার সংলগ্ন মাঠে এক জনসভা তিনি এসব কথা বলেন।
এ.কে. আজাদ আরও বলেন, আমি গরিব, দুঃখী-মেহনতি মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি, জনগণ যদি আমাকে চায় তাহলেই আমি নির্বাচন করব।
ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোবহান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কবিরাজ, উজ্জ্বল সরকার লোটন, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, হা-মীম গ্রুপের কর্মী আব্দুল্লাহ শেখ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, নেক্সট কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শনিবার দিনব্যাপী এ কে আজাদ ও তার সফর সঙ্গীরা ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার, পিঠা কুমড়া বাজার ও ঈশান গোপালপুর হাট পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
জনসভায় এ কে আজাদ বলেন, নির্বাচিত হতে পারলে তিনি ফরিদপুর মেডিকেল ও জেনারেল হাসপাতালকে আধুনিকায়ন করে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবেন। যাতে তাদেরকে আর রাজধানীতে যেতে না হয়। মেয়েদের বাল্যবিবাহ না দিয়ে তাদের স্বাবলম্বী করার আহ্বান জানিয়ে এ কে আজাদ বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন, আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করুন যাতে তারা পরনির্ভরশীল না হয়ে নিজেরাই মানুষের পাশে দাঁড়াতে পারে।
ইএ/টিকে