হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৯৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি (বিজি-৩৪০) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীরা সবাই সুস্থ আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি পুনরায় ঢাকায় যাত্রা করবে।
বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা থাকলেও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে বিকল্প হিসেবে সিলেটে অবতরণ করে। ফ্লাইটে সর্বমোট ৩৯৬ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ আছেন।
এমকে/টিকে