রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ‘জুলাইযোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। মামলাগুলো শেরেবাংলানগর থানায় করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলার ঘটনায় অবাক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই শহীদ মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, শহীদ মিরাজের বাবাদের ‘ফ্যাসিস্ট’ ট্যাগায়িত করা হয়! হাত হারানো আতিকুল গাজীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়, অঙ্গপ্রত্যঙ্গ হারানো শত শত আহত ভাই-বোনদের ফ্যাসিস্ট বলা হয়। হায়রে গণ-অভ্যুত্থান।”
রাফি বলেন, ‘তাদের গতকাল তো পিটালেনই, আবার আজকে চারটা মামলাও দিলেন তাদের নামে! ছেলে হারাল কারা, হাত-পা-চোখ হারাল কারা, তাদেরই ভুলে গেলেন এক বছরের মাথায়।’
এমআর/টিকে