যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বর্তমান সীমানা মেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির যে আহ্বান জানিয়েছেন তাতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আরটির।
প্রতিবেদন মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকে বর্তমান সীমানা মেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান তিনি।
বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘জেলেনস্কির সঙ্গে খুবই আগ্রহোদ্দীপক ও আন্তরিক বৈঠক হয়েছে। তবে আমি তাকে বলেছি, যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি, এখন খুনোখুনি বন্ধের সময়, আর চুক্তি করে ফেলুন।’
ট্রাম্প আরও বলেন, ‘যথেষ্ট রক্তপাত হয়েছে, ভূমির সীমানা নির্ধারণ হচ্ছে যুদ্ধ ও সাহস দিয়ে। তারা (এই মুহূর্তে) যেখানে আছে তাদের সেখানেই থামা উচিত। উভয়কেই বিজয় দাবি করতে দিন, ইতিহাসকে সিদ্ধান্ত নিতে দিন! আর গুলিবর্ষণ নয়, আর মৃত্যু নয়, আর এত এত অর্থ ব্যয় নয়।’
ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘আমরা যেখানে আছি সেখানেই থামতে হবে। প্রেসিডেন্ট (ট্রাম্প) ঠিকই বলেছেন। উভয় পক্ষ শান্তি চুক্তির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে যোগ করে তিনি বলেন, ‘‘হ্যা, উভয় পক্ষকেই থামতে হবে।’
যুদ্ধবিরতি প্রশ্নে রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবর বলে আসছেন যে, তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চান, যার মধ্যে রয়েছে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন। এই অঞ্চলগুলো দখল করার পর ২০২২ সালের সেপ্টেম্বরে নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে রাশিয়া।
মস্কো আরও বলেছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং পশ্চিমাদের কিয়েভকে সামরিক সহায়তা বন্ধ করতে হবে। পুতিন ইউক্রেনকে রাশিয়ার নতুন সীমান্ত স্বীকৃতি দেয়ার এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করার দাবিও জানিয়েছেন।
এদিকে পুতিন ও ট্রাম্পের আসন্ন বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করেছে হাঙ্গেরি ও রাশিয়া। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। শুক্রবার এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো বলেন, তিনি পুতিনের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বৈঠকের প্রস্তুতি ‘পুরোদমে চলছে’ বলে নিশ্চিত করেছেন।
ইএ/টিকে