যুক্তরাষ্ট্রে “নো কিংস” আন্দোলন, রাস্তায় লাখো মানুষ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। “নো কিংস” নামের এই আন্দোলনে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসেন।

ট্রাম্পবিরোধী এই বিক্ষোভকে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ দেশজুড়ে লাখো মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হওয়া এই “নো কিংস” আন্দোলন দ্রুতই জনস্রোতে পরিণত হয়।

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে সকালেই হাজারো মানুষ জড়ো হন। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখও ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। অনেকেই হাতে প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন। এর মধ্যে ‘গণতন্ত্র, রাজতন্ত্র নয়’ এবং ‘সংবিধান ঐচ্ছিক কোনও বিষয় নয়’ লেখা পোস্টারও ছিল।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন, এসব প্রতিবাদ-বিক্ষোভে বামপন্থি ‘অ্যান্টিফা’ যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে “হেইট আমেরিকা র‍্যালি” বলেও আখ্যা দেন।

তবে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সারাদিনের সব কর্মসূচিই ছিল শান্তিপূর্ণ। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘নো কিংস’ আন্দোলনের মূল নীতি হলো অহিংসা এবং অংশগ্রহণকারীদের সম্ভাব্য সংঘাত এড়ানো।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, শহরে এক লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেন এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। টাইমস স্কোয়ারের এক পুলিশ সদস্যের হিসাবে, অন্তত ২০ হাজার মানুষ সেভেন্থ অ্যাভিনিউতে মিছিল করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, “ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। আমি নিউইয়র্ককে ভালোবাসি। এত মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো বোধ করছি।”

বিবিসি বলছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নির্বাহী ক্ষমতা চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছেন, অন্য দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং গভর্নরদের আপত্তি সত্ত্বেও বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

ট্রাম্পের দাবি, তার এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ‘উন্মাদ দাবি’। তবে সমালোচকদের মতে, তার কিছু পদক্ষেপ সংবিধানবিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পেনাল্টি মিস করে দুর্দান্ত গোল রোনালদোর, হ্যাটট্রিক ফেলিক্সের Oct 19, 2025
img
ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান Oct 19, 2025
যে ২টি জিনিস আমাদের ধ্বংস করে ফেলে | ইসলামিক জ্ঞান Oct 19, 2025
প্রাণহীন দেহ নিয়েও রাজনীতি - মানবতার জায়গায় প্রদর্শনীর প্রতিযোগিতা! Oct 19, 2025
img

বিজিএমইএ

পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে Oct 19, 2025
আগুনের ঘটনায় ফ্লাইট যাত্রীদের যে সুবিধা দিল সরকার! Oct 19, 2025
img
নিষেধাজ্ঞা শেষে পশ্চিমবঙ্গে ধরা পড়ছে ইলিশ Oct 19, 2025
img
পিচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুশফিকের রহস্যময় পোস্ট Oct 19, 2025
img
নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে : শামসুজ্জামান দুদু Oct 19, 2025
img
ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক ডেকেছে মন্ত্রণালয় Oct 19, 2025
img
বিদেশযাত্রা বাতিল, মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল Oct 19, 2025
img
সাম্প্রতিক আগুনের ঘটনাগুলো ‘সন্দেহজনক’, মির্জা গালিব Oct 19, 2025
img
নির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেয়া হবে: বিমান উপদেষ্টা Oct 19, 2025
img
আমি এখন আগের চেয়েও বেশি ফিট: কোহলি Oct 19, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা Oct 19, 2025
img
মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা Oct 19, 2025
নেটিজেনদের মন জয় করলো নুসরাত–যশের মিষ্টি রসায়ন Oct 19, 2025
img
২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: মাহমুদ হাসান খান Oct 19, 2025
মাছ লুট ও হামলা! শ্রমিকদল নেতার বিরুদ্ধে যুবদল নেতার অভিযোগ! Oct 19, 2025
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়াল সরকার Oct 19, 2025