জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) জোট সরকার গঠনের পথে এগোচ্ছে।
এতে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জাপানের বার্তাসংস্থা কিয়োদো জানায়, এলডিপি নেতা তাকাইচি ও জেআইপি প্রধান ইয়োশিমুরা শিগগিরই জোট চুক্তি স্বাক্ষর করবেন।