দীপাবলির অনুষ্ঠানে বাঙালি পোশাকে নজর কাড়লেন সাইফ

মসলিনের লাল পাঞ্জাবি, সঙ্গে ধুতি। মুম্বইয়ে প্রাক-দীপাবলির জমকালো পার্টিতে এক্কেবারে বাঙালি বাবুর লুকে ধরা দিলেন ছোটে নবাব সাইফ আলি খান। বাঙালি সাজ তাঁর বিশেষভাবে পছন্দ। আর এদিন এই পোশাকে সাইফকে সাজালেন কলকাতার ডিজাইনার অভিষেক রায়। বিগত বেশ কয়েকবছর ধরেই সইফের পোশাক পরিকল্পনা করছেন অভিষেক। দু’জনের মধ্যেই এখন সম্পর্ক খুব কাছের মানুষের মতোই। তবে শুধু সইফ নন তাঁর পাশাপাশি জমকালো এই প্রাক-দীপাবলির পার্টিতে একইসঙ্গে তৈমুর ও জেহর জন্যও পোশাক ডিজাইন করেছেন অভিষেক। দীপাবলি স্পেশাল বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবিই পরেছিলেন এদিন সইফ ও তাঁর দুই ছেলে। পারিবারিক এই পার্টিতে ঠিক কীভাবে সেজে ওঠার পরিকল্পনা ছিল সাইফের এবং অভিষেক কীভাবে পুরোটা প্ল্যান করেছেন নায়কের ইচ্ছার কথা মাথায় রেখে? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল কলকাতার ডিজাইনার অভিষেক রায়ের সঙ্গে। পুরো পরিকল্পনা ভাগ করে নিলেন তিনি।

অভিষেক বলেন, “এ বছর সাইফ নিজেই লাল রঙের পোশাক পরতে চেয়েছিলেন। সাইফ সবসময়ই বাঙালি সাজপোশাক এক্সপ্লোর করতে চান। শুধু তাই নয় পাঞ্জাবিতে ‘সাইড নেক’ ডিজাইন ওঁর বিশেষ পছন্দের। তাই তাঁর পছন্দের কথা মাথায় রেখে সেভাবেই পোশাক তৈরি করা হয়েছে। এবং বাঙালিয়ানার ছোঁয়া দিতে ওঁর পাঞ্জাবিতে মাছের মোটিফও রাখা হয়েছে। তবে তৈমুর ও জেহর জন্য সাইড নেক ডিজাইনের বদলে বাবু পাঞ্জাবিই রাখা হয়েছিল। তবে রঙ একই, লাল। তিনজনের পাঞ্জাবিই মসলিন দিয়ে বানানো হয়েছে।” যেন, ‘রেড ইজ দ্য নিউ ব্ল্যাক’।

অভিষেক আরও বলেন, “সাইফ, পোশাকের কাপড় নিয়ে বেশ খুঁতখুঁতে। তাই ওঁর পছন্দের কথা মাথায় রেখে আমাকে মসলিন দিয়েই ওঁর পোশাক ডিজাইন করতে হয়। আর এবারও ও বরাবরের মতো একটা মেসেজ করেছিল দীপাবলির পোশাক নিয়ে কী ভাবছি তা জানতে। তারপরই দীপাবলির এই পার্টির পোশাক নিয়ে আলোচনা হয়। সইফ ওঁর পছন্দমত রঙ বলে দেন।

এর আগে, এক্কেবারে শুরুর দিকে সইফ পোশাক নির্বাচনের আগে সেগুলো আমার কাছে দেখতে চাইতেন। কিন্তু এখন এত বছরে ওঁর আমার প্রতি ভরসার জায়গাটা এতটাই তৈরি হয়ে গিয়েছে যে সবটাই আমার উপর ভরসা করে ছেড়ে দেয়।” তবে কলকাতার ডিজাইনার অভিষেক রায়কে এরপরই প্রশ্ন করা হয় তাকে কবে সইফের ছবিতে কবে পোশাক ডিজাইন করবে? উত্তরে একগাল হেসে অভিষেক বলে, “আশা করছি খুব তাড়াতাড়ি।” তাঁর এই উত্তরে আগামীদিনে সইফের সঙ্গে অভিষেকের কাজের পরিধি যে আরও বাড়তে চলেছে এমনই ইঙ্গিত দেন তিনি। তবে এর বেশি খোলসা করেননি কিছুই। পরিবারের সঙ্গে সইফের প্রাক-দীপাবলি পার্টির সেই সাজের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। পরিবারের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশসহ ৬ দেশে সাইবার হামলা চালাচ্ছে ‘মিস্টেরিয়াস এলিফ্যান্ট’ Oct 19, 2025
img
কাতারের দোহায় দূতাবাস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 19, 2025
দেশে নিরাপত্তাহীনতায় ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ: পাটওয়ারী Oct 19, 2025
img
সেপা চুক্তি হলে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে: কো‌রিয়ান রাষ্ট্রদূত Oct 19, 2025
img
জুলাই সনদে স্বাক্ষর বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Oct 19, 2025
img
লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি বার্সা কোচ হান্সি ফ্লিকের Oct 19, 2025
img
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা Oct 19, 2025
বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি Oct 19, 2025
হঠাৎ জাহাঙ্গীরনগরে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি Oct 19, 2025
img
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় কাল Oct 19, 2025
img
ওমরা পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির Oct 19, 2025
img
শাহরুখ-আমিরদের সঙ্গে ‘স্কুইড গেম’ খ্যাত লি বিয়ং হুন Oct 19, 2025
img
মিছিল নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে সাদিক কায়েম Oct 19, 2025
img
কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদকচক্রের নেতা’ আখ্যা দিলেন ট্রাম্প Oct 19, 2025
img
সোমবার এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা Oct 19, 2025
img
সরকারি টাকা লুটপাট ও বিদেশে পাচার হবে না: ফয়জুল করীম Oct 19, 2025
img
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Oct 19, 2025
img
সচিবরা মন্ত্রীর চেয়েও বেশি পাওয়ারফুল: সামান্তা শারমিন Oct 19, 2025
img

জাহেদ উর রহমান

এনসিপি কি ড. ইউনূসের ওপর হতাশার দায় চাপাচ্ছে? Oct 19, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান সাদিক কায়েমের Oct 19, 2025