জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, সচিবরা মন্ত্রীর চেয়েও বেশি পাওয়ারফুল। স্মারকলিপি মন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছায়ও না।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, এখনও অনেক রাজনৈতিক সচিব এবং আমলা রয়েছেন যারা প্রতিনিয়ত জনগণের দাবির বিরোধিতা করে যাচ্ছেন।বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে আমলাতন্ত্র।
আগে শেখ হাসিনা এখন ড. ইউনূসকে কেন্দ্র করে আন্দোলন চলে। তাহলে এত কষ্ট করে ট্যাক্সের টাকায় একটা সিস্টেম কেন তৈরি হলো, প্রশ্ন সামান্তার।
তিনি বলেন, নামে অন্তর্বর্তীকালীন সরকার হলেও বেশির ভাগ নিয়োগই রাজনৈতিক।
এসময় এলাকাভিত্তিক সচিব নিয়োগের ফলে সামগ্রিক উন্নয়ন না হয়ে এলাকাভিত্তিক উন্নয়নের অভিযোগও করেন তিনি।
এমআর/এসএন