বিশেষজ্ঞ তিনজন স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ইতিমধ্যে গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭৪ রানের দুর্দান্ত জয়ও পেয়েছে।
মিরপুরের জয়টা এসেছে রিশাদ হোসেনের স্পিন মায়াজালে। তার রেকর্ড ৬ উইকেট পাওয়াতে যেন বাংলাদেশ আস্থা খুঁজছে স্পিনারে।
তাই তো নতুন করে স্কোয়াডে একজন স্পিনার নিয়েছে। নতুন সেই জন হচ্ছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
নাসুমের মতোই বাঁহাতি স্পিন বোলিং করা তানভীর ইসলাম থাকার পরেও কেন তাকে নেওয়া হয়েছে তা অবশ্য আজ পরিস্কার করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ধারণা করা হচ্ছে, মিরপুরের স্পিন সহায়ক পিচই তার দলে অন্তর্ভূক্তির কারণ।
সে যাই হোক টি-টোয়েন্টি একাদশের নিয়মিত সদস্য নাসুম সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেই হিসেবে প্রায় ১০ মাস পর এই সংস্করণে ফিরলেন বাঁহাতি স্পিনার। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী স্পিনার।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় আগামী ২১ অক্টোবর সিরিজ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটিও হবে মিরপুরেই।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
এমআর/টিকে