রবিবাসরীয় সকালেই স্ত্রী পরিণীতি চোপড়াকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাঘব চাড্ডা। এদিন, রবিবার পুত্র সন্তানের জন্ম দিলেন পরিণীতি। নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডলে এই সুখবর ভাগ করে নিয়েছেন রাঘব-পরিণীতি দু’জনেই। দীপাবলির ঠিক আগেই তাঁদের ঘরে এল নতুন সদস্য।
সোশাল মিডিয়া পরিণীতি ও রাঘবের সেই সুখবরের পোস্টে লেখা, ‘আমাদের এর আগের জীবনটা ঠিক কিরকম ছিল আমরা তা আর স্মরণ করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় দুইই পরিপূর্ণ। এর আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবকিছু আছে।’ এদিন দম্পতির এই পোস্টে বয়েছে শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন, অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক বিশিষ্টরা।
উল্লেখ্য, গত আগস্ট মাসেই ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর মিষ্টি পোস্ট করে আগস্টেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, “আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।” এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি অনুরাগীরা। আপাতত নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন হবু বাবা-মা। সন্তান প্রসবের এক দিন আগেই স্বামীর সঙ্গে মুম্বই ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পরিণীতি। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল কোথায় যাচ্ছেন তিনি। শোনা গিয়েছিল যে, এইসময় স্ত্রীর যাতে যত্নে কোনও খামতি না হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাঘব। আর সেসব ভেবেই নাকি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে পরিণীতিকে। মুম্বই ছাড়ার পরের দিনই পুত্রসন্তানের জন্ম দিলেন নায়িকা।
এসএন