টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকের তল বাংলাদেশ। তবে কাগজে কলমে এখনও সুযোগ আছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ। তার জন্য অনেকগুলো সমীকরণ, জয় ও অন্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের মাঝে কাল শ্রীলঙ্কার বিপক্ষে নামছে টিম টাইগ্রেস।
২০ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। খেলা হবে ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি নাভি মুম্বাই স্টেডিয়ামে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফাহিমা খাতুন বলেন, ‘আমাদের এখনও সুযোগ আছে (সেমি-ফাইনাল খেলার)। এখনও আমাদের সুযোগ আছে ভালো কিছু… সেরা চারে ওঠা কঠিন তবে আমার মতে, আমরা যদি বাকি ২ ম্যাচ জিততে পারি, তাহলে পাঁচে থাকতে পারব।’
‘শুরু থেকেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আশানুরূপ খেলাই খেলেছি সব দলের বিপক্ষে। সেদিক থেকে আমাদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল। এখনও আমাদের দলের ওপর ভালো প্রত্যাশা আছে। শেষ ম্যাচ ২টা ভালোভাবে খেলে আমরা পূর্ণ পয়েন্ট নিতে চাই।’
টানা ৪ ম্যাচ হারে কঠিন সমীকরণের মুখে পড়েছে নিগার সুলতানা জ্যোতিরা। লঙ্কানদের পাশাপাশি জয় পেতে হবে ভারতের বিপক্ষেও। এরপর আশা করতে হবে ভারত ও নিউজিল্যান্ড ২ দলকেই যেন হারায় ইংল্যান্ড।
যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের সমান ৬ পয়েন্ট থাকে। তখন বড় ব্যবধানের জয়ে জিততে হবে বাংলাদেশকে। কারণ রানরেটে অনেক পিছিয়ে আছে টিম টাইগ্রেস।
ইএ/টিএ