পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও, পরে টানা চার হারে সেরা চারের রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান ৬ নম্বরে। ম্যাচ বাকি মাত্র দুটি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এ ম্যাচে জিততেই হবে লাল সবুজের।
যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের। তবে, আসরে শ্রীলঙ্কাও পাড় করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান। ৫ ম্যাচে জয় পায়নি একটিও।
সে হিসেবে এ ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশই। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিরে ৫ নম্বরে উঠে আসার। তবে, আসরে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা।
বাংলাদেশের সেমিতে যাওয়ার আশা খুবই ক্ষীণ, তবে একেবারে শেষ হয়ে যায়নি। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে, দুটিতেই জিততে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। তারা যেন ভারত ও নিউজিল্যান্ড—দুই দলকেই হারায়। এদিকে রোববার (১৯ অক্টোবর) ভারতকে হারিয়ে সেমিতে পা দিয়েছে ইংল্যান্ড।
এদিকে যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ৬ পয়েন্ট করে থাকে, তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে। এই হিসেব মিলে গেলে তবেই সেমির টিকেট পাবে বাংলাদেশ।
আরপি/টিকে