জুলাই সনদ স্বাক্ষর এক ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তনের সূচনা হলো। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ স্বাক্ষর ঐতিহাসিক ঘটনা। আমাদের দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষায় এ জাতি দীর্ঘদিন লড়াই চালিয়ে আসছে। এখন আমাদের যে সুযোগ সৃষ্টি হয়েছে। তার যথাযথ ব্যবহার করতে হবে। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। আমাদের সজাগ থাকতে হবে, যাতে দেশবাসীকে আমরা একটা গুণগত নির্বাচন উপহার দিতে পারি। একটা গুণগত পরিবর্তনের জন্য আমাদেরকে আস্থার জায়গায় লড়াই করতে হবে। অসৎ ও ধান্দাবাজদের ভোটে পরাজিত করতে হবে।
সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো: হেলাল উদ্দিন। গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদ নেতা হাবিবুর রহমান রিজু ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, এডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল,বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা,জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ইলা ইয়াসমিন প্রমূখ।
এমকে/এসএন