প্রায় এক যুগের ক্যারিয়ারে অসংখ্য চরিত্রেই পর্দায় হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান। শুরুর দিকে কলেজছাত্র চরিত্রে অনেকবার দেখা গেলেও এখন থেকে আর এই চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা।
প্রায় ১২ বছর পর নতুন একটি নাটকে কলেজছাত্রের চরিত্রে অভিনয় করেছেন জোভান। সেই সঙ্গে জানিয়েছেন, কলেজছাত্র হিসেবে এটাই হবে তার শেষ অভিনয়।
জোভান বলেন, ‘আমার বয়স এখন ৩৩। বয়স বাড়ছে, সেটা আমাকেই মনে করিয়ে দিচ্ছে—এখন আর কলেজছাত্রের চরিত্রে অভিনয়ের সময় নয়। ভাবলাম, যেমন ক্রিকেটাররা অবসর নেয়, আমরাও তেমনি একেকটা চরিত্র থেকে অবসর নিতে পারি। এ ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, কলেজ ডেজ-ই হবে কলেজছাত্র হিসেবে আমার শেষ অভিনয়।
দীর্ঘদিন পর টিনএজ চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া নিয়েও দোটানায় ছিলেন জোভান। গল্পের প্রয়োজনে এবার বেশ প্রস্তুতি নিতে হয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর এমন চরিত্রে মানিয়ে নিতে পারব কি না, তা নিয়ে চিন্তা ছিল। সকালে উঠে নিয়মিত জিম করতে হয়েছে, ওজন কমাতে খাদ্যাভ্যাস বদলাতে হয়েছে।
এমনও হয়েছে—জিম থেকে সরাসরি শুটিংয়ে গেছি।’
জানা গেছে, গল্পের প্রয়োজনেই জোভানকে চার-পাঁচ কেজি ওজন কমাতে হয়েছে। লুক পরিবর্তনের জন্য শুটিংয়ে বিরতিও নিতে হয়েছে।
‘কলেজ ডেজ’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, সাদিয়া আয়মান, জোনায়েদ বোগদাদী, কিংকর আহসান ও আহমেদ দস্তগীর প্রমুখ।
আরপি/টিকে