দর্শকরা হয়তো নিজেদের আসনে ঠিকমতো বসার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বসার সুযোগই পেলেন না। গোল উদযাপন করতে দাঁড়িয়েই হাত তালি শুরু করতে হলো তাদের। বসুন্ধরা কিংসের ভক্ত-সমর্থকরা আজ এমনই মধুর সমস্যা পড়েছিলেন কিংস অ্যারেনায়।
রেফারি কিক অফের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গোলের দেখা পায় বসুন্ধরা। প্রথম মিনিটেই কিংসকে আনন্দে ভাসানোর নায়ক দরিয়েলতন। মাঝ থেকে সতীর্থ রাফায়েল অগুস্ত লম্বা পাস বাড়ালে হেডে ফর্টিসের গোলরক্ষক সুজান পেরেইরাকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথম মিনিটেই আনন্দে ভাসা কিংসের শেষটাও হয় হাসিতেই।
কেননা ২-১ গোলের জয় নিয়েই পরে মাঠ ছেড়েছে কিংস। এতে এবারের লিগে প্রথম জয় পেয়েছে তারা। এর আগে প্রথম ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ। প্রথম জয়ের অন্য গোলটি করেছেন ফয়সাল আহমেদ ফাহিম।
ফর্টিসের ব্যবধান কমান অনিচাচি ওকাফোর।
শুরুতেই গোল পাওয়া কিংস প্রথমার্ধে আরো ব্যবধান বাড়াতে পারত। তবে ফাহিম-দরিয়েলতনরা নিজেদের সুযোগগুলো ঠিকমতো ফিনিশিং দিতে পারেননি। তাই ১-০ ব্যবধানে বিরতিতে যেতে হয় কিংসকে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম।
দরিয়েলতনের পাসে ডান পায়ের শটে বলকে জালে জড়ান তিনি।
সেই গোলের ১১ মিনিট পর বাংলাদেশের ফুটবল লিগে অভিষেক হয় কিউবা মিচেলের। কিংসের হয়ে অভিষেকে প্রায় গোলের দেখাও পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার। তবে ৭৯ মিনিটে তার নেওয়া শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ফর্টিসের গোলরক্ষক সুজান। ফর্টিস ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমায়। যোগ করা সময়ে গোলটি করেন ওকাফোর।
দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে আরামবাগকে ১-০ ব্যবধানে হারিয়েছে পিডব্লিউডি। ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন আকোবির তুরায়েভ।
আইকে/ টিএ