পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন আফ্রিদি

২০২৪ সালের অক্টোবরে বাবর আজমকে সরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও ৪ ম্যাচ পরই হারিয়েছিলেন টি-টোয়েন্টির নেতৃত্ব। আর বছরখানেক পর হারালেন ওয়ানডের অধিনায়কত্ব। সাউথ আফ্রিকা সিরিজের আগে রিজওয়ানকে সরিয়ে পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দিয়েছে পিসিবি।

টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ৫০ ওভারের ক্রিকেটে রিজওয়ানের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। নিজের প্রথম সিরিজেই অস্ট্রেলিয়াতে স্মরণীয় এক সিরিজ জয় পায় পাকিস্তান। পরবর্তীতে রিজওয়ানের নেতৃত্ব পাকিস্তান জিতেছে জিম্বাবুয়েতে। এ ছাড়া সাউথ আফ্রিকাকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করেছিলেন রিজওয়ানরা। গত বছরটা দুর্দান্ত কাটলেও ২০২৫ সালে ভালো করতে পারেনি পাকিস্তান।

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলেছিল পাকিস্তান। যদিও নিউজিল্যান্ডের কাছে শিরোপা খোয়ায় তারা। পরবর্তীতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি স্বাগতিকরা। বরং গ্রুপ পর্বের তলানিতে থেকেই শেষ করতে হয়েছিল পাকিস্তানকে। এ ছাড়া দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হেরেছে তারা।

কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ হারতে হয়েছে রিজওয়ানের দলকে। কদিন আগে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাউথ আফ্রিকা সিরিজে ওয়ানডে অধিনায়ক এখনো চূড়ান্ত। তখন থেকেই গুঞ্জন ছিল নেতৃত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান। শেষ পর্যন্ত হয়েছেও তাই। প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করে তাকে সরিয়ে দেয়া হয়েছে।

রিজওয়ানের পরিবর্তে পাকিস্তানের ৩২তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহীন আফ্রিদি। রিজওয়ানকে ঠিক কী কারণে বাদ দেয়া হয়েছে সেটা জানায়নি পিসিবি। এমনকি বিবৃতিতে রিজওয়ানের নামও ম্যানশন করেনি দেশটির ক্রিকেট বোর্ড। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়ক হলেন শাহীন আফ্রিদি। আগেরটা যদিও টি-টোয়েন্টিতে।

২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে কিউইদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পরই তাকে সরিয়ে দেয় পিসিবি। এবার রিজওয়ানের জায়গায় শাহীন আফ্রিদি পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব। নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে যাওয়া সিরিজ দিয়েই দায়িত্ব পালন করবেন পাকিস্তানের তারকা এই পেসার।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নিজের মুখ তো দূর, স্বামীর মুখও দেখাননি জাইরা! Oct 21, 2025
img
জামায়াতে ইসলামী সুখী-সমৃদ্ধ মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় : নূরুল ইসলাম বুলবুল Oct 21, 2025
img
শ্বশুরের কোদালের আঘাতে প্রাণ হারাল জামাই Oct 21, 2025
img
জনকল্যাণ ও দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : কফিল উদ্দিন Oct 21, 2025
img
কুমিল্লায় ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা Oct 21, 2025
img
‘আমন্ত্রণ পেলে’ ট্রাম্প-পুতিন বৈঠকে যোগ দিতে রাজি জেলেনস্কি Oct 21, 2025
img
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই Oct 21, 2025
img
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহীন আফ্রিদি Oct 21, 2025
img
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল Oct 21, 2025
img
ফেনীতে মহিলা জামায়াতের উঠান বৈঠকে হামলা, আহত ২০ Oct 21, 2025
img
ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেন নী/ল ছবির সেই তারকা যুগল Oct 21, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে হার, সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের Oct 20, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় Oct 20, 2025
img
শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি Oct 20, 2025
img
রাজনীতিতে আবারও ‘মাইনাস’ -কঠিন সময় এনসিপির : জিল্লুর রহমান Oct 20, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাবে এনসিপি Oct 20, 2025
img
বর্ষীয়ান রাজনীতিবিদ হামিদুল হক মোহন আর নেই Oct 20, 2025
img
মাদাগাস্কারে সেনা অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ Oct 20, 2025
img
ওয়ানডে সিরিজের মাঝেই ঢাকা থেকে ইংল্যান্ডে যাচ্ছেন শামার জোসেফ Oct 20, 2025
img
এবার চিরতরে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা Oct 20, 2025