জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে এ সব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপি নেতারা।
দীর্ঘ সাত মাসের বৈঠকে ঐকমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত-দ্বিমতের পরও ২৬টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এ দলিলে। সই করেনি এনসিপিসহ কয়েকটি বাম দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, কেউ সনদে সই না করলেও জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। তবে সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের আশ্বাসে নির্ধারিত সময়ের মধ্যেই সনদে সই করবেন বাকিরা।
সালাহউদ্দিন বলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না এমন কোনো অবস্থা প্রকাশ করেননি। বলেছেন সনদে কী আছে দেখে তারপর তারা স্বাক্ষর করবেন। আমি আশা করি তারা সময় করে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার সুযোগটা আছে। আমি মনে করি সেটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
সনদ নিয়ে গণভোটের বিষয়ে একমত সব দল। দুটি দল ছাড়া সবাই চায় জাতীয় নির্বাচনের দিনই হোক গণভোট। সালাহউদ্দিন আহমদ মনে করেন, একই দিন গণভোট হলে রাষ্ট্রীয় খরচ কমবে, বাড়বে ভোটার উপস্থিতি।
সালাহউদ্দিন আরও বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে এটা একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা বাস্তবায়নের জন্যই অঙ্গীকারাবদ্ধ এবং সেটা আইন ভিত্তি দেয়ার জন্যই গণভোট আয়োজন করতে হবে। সেটা বিষয়ের জন্য আমরা সবাই একমত। দুই একটা রাজনৈতিক দল বলছে আগে হতে হবে, সেটা আগে হওয়াটা যৌক্তিক নয়, এখন সেই সময় নেই বরং জাতীয় সংসদ নির্বাচনের দিনে আলাদা একটা ব্যালট থাকলে তাতে ভোটার টানা বেশি হবে।
কোন দাবি তুলে কেউ নির্বাচন বিলম্বের চেষ্টা করলে তা বিএনপি মানবে না বলেও সাফ জানান বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক।
কেএন/টিকে