গত সপ্তাহেও অক্ষয় কুমারের সঙ্গে ‘হ্যায়বান’ সিনেমার শুটিং করেছেন। এরমধ্যেই দুঃসংবাদ। চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা আসরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪।
অভিনেতার মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া। সেইসঙ্গে শোকস্তব্ধ তার সহশিল্পী অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন তিনি।
‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ বা ‘খাট্টা মিঠা’র মতো একাধিক ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন।
গত সপ্তাহেই একসঙ্গে ছবির শুটিং সেরেছেন তারা। যথারীতি আচমকা এই খবরে হতবাক অক্ষয়ও।
অক্ষয় লেখেন, আসরানিজির মৃত্যুর খবরে শোকস্তব্ধ। ভাষা হারিয়ে ফেলেছি।
মাত্র এক সপ্তাহ আগেই ‘হ্যায়বান’-এর শুট করলাম, উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলাম।
তিনি আরো লেখেন, খুব ভালো মানুষ ছিলেন। তার কৌতুক জ্ঞান ছিল দারুণ। আমাদের একসঙ্গে করা ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’ থেকে ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ আর এখন মুক্তির অপেক্ষায় থাকা ‘ভূত বাংলা’ আর ‘হ্যায়বান’—আমরা একসঙ্গে কাজ করেছি আর ওর থেকে অনেক কিছু শিখেছি। তার চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি।
আমাদের হাসার কোটি কোটি মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আসরানি স্যার। ওম শান্তি।
এই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন অক্ষয়। একটি স্কুটিতে আসরানির পেছনে বসে রয়েছেন অক্ষয়। ছবিটি সম্ভবত তাদের আসন্ন কোনো সিনেমার দৃশ্য।
আরপি/এসএন