গত দীপাবলীতে মেয়ের দু’টি ছোট্ট পায়ের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন বলিউডের তারকাদম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখেন ‘দুয়া’। বছর ঘুরেছে, মেয়ের বয়স এক পেরিয়েছে সদ্য। আর তারপরেই এই দীপাবলিতে মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা।
মঙ্গলবার তাঁদের দীপাবলি উদযাপনের ছবি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়। মা-বাবার সঙ্গে সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে দুয়াকেও। লাল পোশাকে সেজেছে রণবীর ও দীপিকাকন্যা।
মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে দীপিকা নিজেও পরেছেন লাল রঙের সালোয়ার। সঙ্গে ভারী গয়না। অন্যদিকে রণবীর পরেছেন সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্ট।
বিগত এক বছর ধরে রণবীর-দীপিকা মেয়ের ছবি কনআবেই প্রকাশ্যে আনেননি। বাইরে বেরলেই পাপারাজ্জিদের দুয়ার ছবি তোলার হিড়িক দেখে মাঝেমাঝে মেজাজ হারিয়েছেন নায়িকা।
অন্যদিকে তাঁর অনুরাগীরাও দীর্ঘ একটা বছরের বেশি সময় অপেক্ষা করেছেন তারকাদম্পতির সন্তান দুয়ার ছবি দেখার জন্যও। অবশেষে সেই সব অপেক্ষার অবসান হল আলোর উৎসবে।
উল্লেখ্য, মেয়ের নাম ‘দুয়া’ রাখা নিয়ে রণবীর-দীপিকার দিকে কম কটাক্ষ ধেয়ে আসেনি। অনেকেই প্রশ্ন করেছিলেন কেন মেয়ের এরকম নাম রেখেছেন? সেই প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছিলেন, ‘এই নাম তাঁরা দিয়েছেন কারণ তাঁরা মনে করেন যে, এর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি।’ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ফুটফুটে রাজকন্যার জন্ম দেন বলিউড ‘মস্তানি’।
দীপবীরের সংসারে ‘লক্ষ্মী’ আসার খবরে অনুরাগীরা তো বটেই ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ততোধিক উচ্ছসিত হয়েছিলেন। আর এবার দিপাবলীর ঠিক পরের দিন কন্যাসন্তান দুয়াকে প্রকাশ্যে আনলেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন মেয়ের ছবি।
এসএন