প্রায় দুই যুগ পুরনো পড়ে থাকা প্লেন কিনলো ইউএস বাংলা! তাদের বহরে যোগ হয়েছে এয়ারক্রাফট এয়ারবাস ৩৩০-৩০০। প্লেনটির ফ্লাইট ডাটা রেকর্ড বলছে, এই এয়ার বাসের প্রথম ফ্লাইট হয়েছিল ২০ বছর আগে। এভিয়েশন ইন্ডাস্ট্রি অনুসরণ করেন করেন এমন অনেকেই বলছেন ,এই এয়ারক্রাফট গুলো প্রায় মেয়াদ উত্তীর্ণ। কারণ এ ধরনের এয়ার বাস ২০ বছরের মত ব্যবহার করার পর আর ১০ থেকে ১৫ বছর সর্বোচ্চ মেয়াদ থাকে। এছাড়া এগুলোর ইন্টেরিয়র যথেষ্ট সেকেলে!
ইউএস-বাংলা বলছে এটি তাদের তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। মঙ্গলবার সকালে স্পেনের ট্যুরেল থেকে আসা নতুন এয়ারক্রাফট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্পেনের ট্যুরেল (Teruel) বিমানবন্দরটি মূলত পুরনো বা ব্যবহারের বাইরে থাকা বিমান রাখার ও রক্ষণাবেক্ষণের (storage and maintenance) জন্য ব্যবহৃত হয়। সেখান থেকে কোনো বিমান আনা হলে, সাধারণত ধরে নেওয়া যায় যে বিমানটি হয়তো কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছিল বা সেটি অপেক্ষাকৃত পুরনো।
এরকম পুরনো প্লেন বিশ্বে সাধারণত কেন হয় মালবাহী বিমান সংস্থাগুলোতে। তখন এগুলো যাত্রী বিমান থেকে কার্গো বিমানে রূপান্তরিত। এ ৩৩০-৩০০ মডেলটি কার্গো ভার্সনে রূপান্তরের জন্য খুবই জনপ্রিয়- বলছেন এভিয়েশন সংশ্লিষ্টরা ।
এখন ইউএস বাংলায় যোগ হওয়া এই এয়ারবাসের আসনসংখ্যা ৪৩৬। ইন্টেরিয়র দৃশ্যে দেখা গেছে, পুরাতন প্লেনের ভেতরে সিট সন্নিবেশ করা হয় এখানে এমনই। নেই ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা যাত্রীদের এন্টারটেইনমেন্টের কোন সিট প্লান।
ইউএস-বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই বিমান গ্রহণ করেছেন। বিমানটি ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ব্যবহৃত হবে।
এ পর্যন্ত এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইনস।
বর্তমানে তাদের বহরে রয়েছে ২৫টি এয়ারক্রাফট, যার মধ্যে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০ অন্তর্ভুক্ত।
ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যার মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং গুয়াংজু।
নতুন এয়ারবাস সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটগুলোতে আরও সুবিধা এবং যাত্রীসংখ্যা বৃদ্ধি আশা করছে ইউএস-বাংলা।
ছবি ভিডিও প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, পুরনো প্লেন কিনলেও ভাড়া নতুনের দামে নেয় ইউ এস বাংলা। মধ্যপ্রাচ্য সহ তাদের প্লেন অভ্যন্তরীণ রুটে বাড়তি ভাড়া গুনতে হয় ।
এসএন