চিকিৎসার পাশাপাশি সুরের ভুবনে ঝংকার তুলছেন আনিসুর রহমান রানা

শৈশবে রবীন্দ্রসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করলেও পরে ব্যান্ড মিউজিকের প্রতি কে. এম. আনিসুর রহমান রানার বিশেষ আগ্রহ তৈরি হয়। তিনি পেশায় একজন চিকিৎসকও। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো দেখে অনুপ্রাণিত হয়ে তিনি গিটার শেখেন।

রানা বর্তমানে কানাডার টরন্টোতে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি নিজের লেখা ও সুরে নিয়মিত গান তৈরি করছেন। সম্প্রতি প্রকাশিত তার গানচিত্র “উত্তরাধিকার”, “গল্প প্রহর” এবং “অগ্নিস্নান” শ্রোতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি কথা বলেছেন সময় টিভির সঙ্গে। জানিয়েছেন গানগুলো সৃষ্টির অনুপ্রেরণা নিয়ে। তিনি বলেন, “আমার ছেলে ও তার ভবিষ্যৎকে কেন্দ্র করে ‘উত্তরাধিকার’ গানটি লিখেছি। বাবার ভালোবাসা, স্বপ্ন, আদর্শ এবং মানুষ হয়ে ওঠার পথনির্দেশ এই গানটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘অগ্নিস্নান’ নিয়ে তিনি বলেন, ‘মূলত সময়ের বাস্তবতা, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন, যেখানে মানুষের ভেতরের লড়াই প্রকাশ করার চেষ্টা করেছি। এই গানটি বাংলাদেশে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে সম্মান জানাতে তৈরি করা। বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কোটি জনতা পথে নামে এবং সফল হয়।’



‘গল্পপ্রহর’ নিয়ে রানা জানালেন, ‘এটি আমার সহধর্মিণীকে উৎসর্গ করে লেখা। আমার যাপিত জীবনের হাজারো ব্যস্ততা, চ্যালেঞ্জ, ভাঙা-গড়ার প্রতিটি পদক্ষেপে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করে, সমর্থন ও অনুপ্রেরণা যোগায়। তার প্রতি অগাধ ভালোবাসার প্রতিফলন ঘটেছে গানটিতে।’

সংগীতযাত্রা নিয়ে তিনি বলেন, ‘আমার সংগীতযাত্রা শুরু আসাদ গেটের ঝংকার ললিত কলা একাডেমিতে। তখন আমি চতুর্থ শ্রেণির ছাত্র। মায়ের অনুপ্রেরণায় সেখানে রবীন্দ্রসংগীত শেখা শুরু করি। সেখান থেকেই গান শেখার প্রথম হাতেখড়ি। নব্বইয়ের দশকের দিকে বিটিভিতে মাইলস, ফিডব্যাক, এলআরবি, ওয়ারফেইজ-এর গান শুনে ব্যান্ড মিউজিকের প্রতি অগাধ আগ্রহ তৈরি হয়। বিশেষ করে আইয়ুব বাচ্চু ভাইয়ের গিটার বাজানো আমার জীবনে বড় প্রভাব ফেলে। আইয়ুব বাচ্চুর গিটার বাজানো শুনেই গিটার শেখা এবং ব্যান্ড মিউজিক করার স্বপ্ন জাগে।’

মেডিকেল ক্যারিয়ার ও সংগীত, এই দুই ভিন্ন জগৎকে কীভাবে ব্যালান্স করেন? তার ভাষায়, ‘চিকিৎসক হওয়া মানেই অনেক চাপ আর দায়িত্ব।

তবে সংগীত আমার কাছে মানসিক প্রশান্তির জায়গা। কাজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমি গিটার হাতে তুলি, নতুন সুরে ডুবে যাই। বলা যায়, চিকিৎসক পেশা আমার দায়িত্ব, আর সংগীত আমার আত্মপ্রকাশ।’

সবশেষে তিনি জানান, ‘আমি নিয়মিতভাবে নিজের লেখা ও সুরে নতুন গান করার চেষ্টা করছি। কয়েকটি গান রেকর্ডের কাজ চলছে, যেগুলো খুব শিগগিরই প্রকাশ পাবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো “ঘুরে দাঁড়ানোর স্বপ্ন”। গানটি আমার কথা ও সুরে তৈরি হচ্ছে। আশা করছি গানটি মানুষের জীবনযুদ্ধে একটু হলেও অনুপ্রেরণা যোগাতে সক্ষম হবে।

এমআর  

Share this news on:

সর্বশেষ

img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

হলান্ডের রেকর্ড, ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় ম্যানচেস্টার সিটির Oct 22, 2025
img
বায়ার্ন মিউনিখে নতুন চুক্তিতে ভিনসেন্ট কোম্পানি Oct 22, 2025
img
এক ম্যাচেই ৭ রেকর্ড! বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রোমাঞ্চ Oct 22, 2025
img
মধ্যরাতে উত্তাল বুয়েট Oct 22, 2025
img
রহস্যের নাম ‘ডাকওয়ার্থ-লুইস মেথড’! ভারতের হারে বাড়ছে নিয়ম ঘিরে বিতর্ক Oct 22, 2025
img
পাক হামলাতেই প্রাণ গেল ৩ আফগান ক্রিকেটারের, প্রমাণ থাকার দাবি ক্রিকেট বোর্ডের Oct 22, 2025
img
অ্যাডিলেডেও কোহলিকে থামাতে পরিকল্পনা প্রস্তুত, আগেভাগেই জানাল অস্ট্রেলিয়া Oct 22, 2025
img
রোনালদো ভারত সফরে না আসা নিয়ে মুখ খুললেন আল নাসরের কোচ Oct 22, 2025
img
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদল Oct 22, 2025
img
সাভার ও আশুলিয়া নিয়ে সিটি করপোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার: আসিফ মাহমুদ Oct 22, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লোপেসের হ্যাটট্রিক, অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা Oct 22, 2025
img
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় সংস্কার, দখলে নিল এনসিপি Oct 22, 2025
img
‘বিএনপি ক্ষমতায় এলে জামায়াত রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ করা হবে’ Oct 22, 2025
img
৩ ঘণ্টা পর রাজশাহীতে লাইনচ্যুত ৩টি বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক Oct 22, 2025
img
কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না : প্রিন্স Oct 22, 2025
img
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় Oct 22, 2025
img
‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব Oct 22, 2025
img
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি মানা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা Oct 22, 2025
img
চিকিৎসার পাশাপাশি সুরের ভুবনে ঝংকার তুলছেন আনিসুর রহমান রানা Oct 22, 2025
কখন শুরু হয় জুমুয়ার নামায Oct 21, 2025