কলকাতা ২০২৬ সালের অস্কারের প্রাথমিক তালিকায় জায়গা করে নেওয়া ‘হোমবাউন্ড’ ছবির নায়ক ঈশান খট্টর সম্প্রতি কলকাতায় উপস্থিত ছিলেন। ব্যস্ততার মাঝেই শহরে আসা ঈশান এক ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে মঞ্চ মাতালেন। এই শহরেই তার ফিল্মি যাত্রা শুরু হয়েছিল, যেখানে প্রথম ছবি ‘ধড়ক’-এর শুটিং হয়েছিল জাহ্নবী কাপুরের সঙ্গে।
ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি কালো-সাদা আধুনিক লুকের পোশাকে ঈশান মঞ্চে আসতেই দর্শকপ্রেমী তার ভিড় উদ্দীপ্ত হয়ে উঠলো। গঙ্গার তীরে অনুষ্ঠিত শোয়ে দ্বিতীয় অবস্থানে উঠে তিনি জানান, “খুবই ভালো লাগছে। আবহাওয়া, ভেন্যু সবকিছু মিলিয়ে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। সত্যিই খুব ভালো লাগছে।”
ঈশান আরও বলেন, পোশাকটি তার মধ্যে দুই রূপের সংমিশ্রণ ঘটিয়েছে কখনও কবি, কখনও যোদ্ধার মতো অনুভূতি। “নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য পোশাকের গুরুত্ব অপরিসীম। আজকের লুকটা ভীষণ পছন্দ হয়েছে,” তিনি যোগ করেন। কলকাতার খাবারেও ঈশানের অনুরাগ রয়েছে। বেগুনভাজা, মাছের বিভিন্ন পদ তার প্রিয়, যা শহরে আসলে তিনি কখনও মিস করেন না।
‘হোমবাউন্ড’ নিয়ে ঈশান বলেন, “এটা আমার কেরিয়ারের পরমপ্রাপ্তি। দেশের মাটির গন্ধ বহন করে চলা ছবিটিকে বিশ্বের সামনে দেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা সবটুকু দেব। এই বাছাইপর্বে জায়গা করা সত্যিই গর্বের বিষয়।”
কলকাতায় সফরের এই ভ্রমণ এবং ফ্যাশন শোতে অংশগ্রহণ তার ক্যারিয়ারে এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
আরপি/এসএন