প্রায় তিন ঘণ্টা পর রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেন ক্রসিংয়ে পড়ে থাকা দুটি বগির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রিলিফ ট্রেন রাত ৯টায় পৌঁছায়। এর আগে দুটি বগি উদ্ধার করা হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর লাইনচ্যুত তৃতীয় বগিটিও উদ্ধার করা হয়। মোট তিনটি বগি লাইনচ্যুত অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যান্য লাইনে কোনো সমস্যা না থাকায় রাজশাহীসহ সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল রাত ১০টা পর্যন্ত বন্ধ ছিল।
রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, উদ্ধার কাজে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। দুর্ঘটনার কারণে কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটতে পারে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এমআর