উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বেলিংহ্যামের দুর্দান্ত গোলে জুভেন্টাসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

দুই অর্ধেই শুরুর কিছুটা সময় প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াল জুভেন্টাস। বাকি সময়ে ভালো খেলল রিয়াল মাদ্রিদ। মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন জুড বেলিংহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল শাবি আলোন্সোর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিয়েছেন বেলিংহ্যাম।  

তিন ম্যাচে সমান ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ পাঁচে, আর্সেনাল চারে, ইন্টার মিলান তিনে, বায়ার্ন মিউনিখ দুইয়ে, পিএসজি শীর্ষে আছে।

সামগ্রিকভাবে ম্যাচে দাপট দেখায় রিয়াল। প্রায় ৬৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।জুভেন্টাসের ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল। 



আসরে প্রথম তিন ম্যাচের সবকটি জিতল রিয়াল। আগের দুই ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ ও এফসি কয়রাত আলমাতির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। 

জুভেন্টাস পেল প্রথম হারের তেতো স্বাদ। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ ড্রয়ে আসর শুরুর পর ভিয়ারেয়ালের সঙ্গে ২-২ ড্র করেছিল ইতালিয়ান ক্লাবটি।

আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন রইল সেরি আর দলটি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তাদের দুটি হারই সবশেষ দুই ম্যাচে।

সেরি আয় কোমোর বিপক্ষে ২-০ গোলে হেরে আসা জুভেন্টাস প্রথম ১০ মিনিটে দুইবার সুযোগ তৈরি করে। সপ্তম মিনিটে সতীর্থের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলমুখে কালুলুর বাড়ানো বল আটকে দেন রেয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিও।

দশম মিনিটে বক্সের বাইরে থেকে ওয়েস্টন ম্যাককেনির নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চতুর্দশ মিনিটে ফেদেরিকো গাত্তির শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

গুছিয়ে উঠতে একটু সময় নেওয়া রেয়াল কর্নার পায় ষোড়শ মিনিটে। অহেলিয়া চুয়ামেনির হেড অনায়াসে ঠেকান গোলরক্ষক। লক্ষ্যে রেয়ালের প্রথম প্রচেষ্টা এটি। ২৩তম মিনিটে বক্সের বাইরে থেকে কিলিয়ান এমবাপের শট আটকে দেন জুভেন্টাসের এক ডিফেন্ডার।

প্রথমার্ধে রিয়াল সবচেয়ে বড় সুযোগ পায় ৪০তম মিনিটে। বক্সের ভেতর বাঁ দিক থেকে এমবাপের কোনাকুনি শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। দুই মিনিট পর বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন রেয়ালের এদের মিলিতাও। 

৪৮তম মিনিটে মিলিতাওয়ের দৃঢ়তায় বেঁচে যায় রেয়াল। বক্সের ভেতর থেকে কালুলুর শট ঠেকিয়ে দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। দুই মিনিট পর দলকে রক্ষা করেন কোর্তোয়া। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল ধরে সঙ্গে লেগে থাকা মিলিতাওয়ের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন দুসান ভ্লাহোভিচ, এই ফরোয়ার্ডের প্রচেষ্টা এগিয়ে এসে পা দিয়ে রুখে দেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধের শুরুর কঠিন সময় পেরিয়ে ৫৭তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। বক্সে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর কাছ থেকে জালে পাঠান বেলিংহ্যাম।

কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে বাইরে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

৭১তম মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি জুভেন্টাস গোলরক্ষক। বক্সের ভেতর থেকে এমবাপের শট আটকে দেওয়ার পর ব্রাহিম দিয়াসের প্রচেষ্টাও ঠেকান তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের আরেকটি শট ঠেকান গোলরক্ষক। শেষ সময়ে ইজুভেন্টাসের ফিলিপের জোরাল শট ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া।

আরেক ম্যাচে ঘরের মাঠে ক্লাব ব্রুজকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৫-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাব আয়াক্সকে।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত Oct 23, 2025
img
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস Oct 23, 2025
img
বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান কত? Oct 23, 2025
img
সরকার থেকে বিতর্কিত ব্যক্তিদের চলে যেতে হবে : আমীর খসরু Oct 23, 2025
img
সৌদির নতুন গ্র্যান্ড মুফতিকে শায়খ সুদাইসের শুভেচ্ছা ও অভিনন্দন Oct 23, 2025
img
‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’ Oct 23, 2025
img
প্রতিবার পুতিনের সঙ্গে কথা বলি, কিন্তু তারপর কিছুই এগোয় না : ট্রাম্প Oct 23, 2025
img
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি Oct 23, 2025
img
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার Oct 23, 2025
img
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪ Oct 23, 2025
img

মানবতাবিরোধী অপরাধ

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ Oct 23, 2025
img

বিচার নিয়ে আইন উপদেষ্টা

সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয় Oct 23, 2025
img
১৭ কেজি ওজন কমালেন, তবু দলে সুযোগ হচ্ছে না ভারতীয় ক্রিকেটারের Oct 23, 2025
img
সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিতে ১২ দফা নির্দেশনা জারি Oct 23, 2025
img
আজ সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল Oct 23, 2025
img
বিএনপির বন্ধু আছে, প্রভু নেই : ডা. জাহিদ Oct 23, 2025
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Oct 23, 2025
img
আগুনের ঘটনা এড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা জারি Oct 23, 2025
img
আমরা সবাই জীবনের জাহাজে ভাসছি : ইরফান খান Oct 23, 2025
img
স্থগিত এলপিএল , বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশকে ডাকছে শ্রীলঙ্কা Oct 23, 2025