২০১২ সালের ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ সিনেমায় প্রথম ‘গোয়েন স্ট্যাসির’ ভূমিকায় দেখা গিয়েছিল এমা স্টোনকে। দুই বছর পর ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ২’-এ তিনি আবারও সেই চরিত্রে ফিরে আসেন। কিন্তু সেই সিক্যুয়েলের পর সনি পিকচার্স হঠাৎ করেই এই ফ্র্যাঞ্চাইজির সব পরিকল্পনা বাতিল করে দেয়। পরবর্তী দুটি সিনেমা, সিনিস্টার সিক্স এবং ভেনমের মতো স্পিনঅফ মুভিগুলো আর নির্মিত হয়নি। খবর দ্য স্টেটসম্যানের।
এরপর স্পাইডার-ম্যান এমসিইউতে প্রবেশ করে, যেখানে পিটার পার্কারের চরিত্রে টম হল্যান্ডকে দেখা যায়।
যদিও দ্বিতীয় ছবিতে গোয়েন মারা গিয়েছিল, তবুও ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান ৩’-এ গোয়েন স্ট্যাসি, নরম্যান ওসবোর্ন এবং গোয়েনের বাবা ক্যাপ্টেন জর্জ স্ট্যাসিকে ফেরানোর পরিকল্পনা ছিল। সৌভাগ্যবশত, সেই পরিকল্পনা আর বাস্তবে আসেনি।
যদিও সেই ফ্র্যাঞ্চাইজির যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ অ্যান্ড্রু গারফিল্ড গৌরবময়ভাবে আবারও পিটার পার্কারের ভূমিকায় ফিরে আসেন, সঙ্গে থাকেন টোবি ম্যাগুইয়ারেও। সে সময় গারফিল্ড মাসের পর মাস এই তথ্য অস্বীকার করছিলেন, যদিও বিভিন্ন লিক ছবির পাশাপাশি এক ফুড ডেলিভারি কর্মীর দাবিও সঠিক ছিল।
জোশ হোরোভিটজের সঙ্গে কথা বলতে গিয়ে এমা স্টোন জানালেন, গারফিল্ড এমন গোপনীয়তা রেখেছিলেন যে, তিনি নিজেও কিছুই জানতেন না। "আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি ওই সিনেমায় থাকছো? সে বলল, ‘আমি বুঝতেই পারছি না তুমি কি বলছো।’
‘আমি ভাবলাম না, কিন্তু সেটা ছিল হ্যাঁ। তার জন্য ভালো। সে এটা খুব সাবধানে লুকিয়ে রেখেছিল,’ বললেন এমা।
হোরোভিটজ উল্লেখ করেন, সিনেমায় পিটার ও গোয়েনের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য আছে, কিন্তু এমা সেটি প্রথম শুনেই অবাক হন। ‘আমি এখনো দেখিনি, দেখলে হয়তো খুব আবেগঘন হবে। শুনেছি সেটা অসাধারণ হয়েছে। একদিন অবশ্যই দেখব।’
চার বছর পার হলেও এমার কাছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দেখা এখন অগ্রাধিকার নয়। তিনি মার্ভেল থেকে অনেকটাই দূরে চলে গেছেন এবং যেহেতু পিটার পার্কার এর তৃতীয় সিনেমার বাস্তবতায় গোয়েন মারা গেছেন, তাই ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এ তার ক্যামিও আসার সম্ভাবনা কম।
গারফিল্ড সম্প্রতি আবারও জানিয়েছেন যে তিনি আগামী অ্যাভেঞ্জার্স সিনেমাগুলোতে ফিরে আসবেন না, কিন্তু এ বিষয়ে তার কথা খুব বেশি বিশ্বাস করা যায় না। বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র বলেছে যে গারফিল্ড ও ম্যাগুইয়ার দুজনেই ফিরে আসবেন, যেখানে টোবি ম্যাগুইয়ার সম্ভবত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় দেখা যাবে।
এবি/টিএ