ব্রুস স্প্রিংস্টিনের জীবনীভিত্তিক চলচ্চিত্র Springsteen: Deliver Me from Nowhere-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন জেরেমি অ্যালেন হোয়াইট। নতুন এ বায়োপিকে তাঁর পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির পরিচালক স্কট কুপার।
হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বলেন,
“জেরেমির মধ্যে আমি স্প্রিংস্টিনের মতো তীব্রতা, ভঙ্গুরতা আর বিনয় দেখেছি। অভিনয়ের স্কুলে শিখে আসা যায় না ওর সেই স্বাভাবিক আত্মবিশ্বাসও রয়েছে।”
তিনি আরও জানান, শুধু চেহারার মিল নয় জেরেমি চরিত্রে ঢুকতে গিয়েছেন অনেক দূর পর্যন্ত। হরমোনিকা বাজানো, হাঁটার ভঙ্গি থেকে স্টেজ পারফরম্যান্স সবকিছু নিখুঁতভাবে রপ্ত করেছেন তিনি। স্প্রিংস্টিনের স্ত্রীও নাকি স্বীকার করেছেন, জেরেমির চেহারায় রয়েছে ৮০ র দশকের ব্রুসের অবিকল ছাপ।
পরিচালক স্কট কুপার বললেন, এই চলচ্চিত্র কেবল কিংবদন্তি একজন সংগীত শিল্পীর জীবনের গল্প নয় বরং একজন শিল্পীর সৃজনশীল স্বাধীনতা বনাম বাণিজ্যিক চাহিদার টানাপোড়েনের বাস্তব লড়াই।
তিনি বলেন,
“নিজের শিল্পীসত্তার প্রতি সাহসী থাকা কত কঠিন ‘Nebraska’ অ্যালবামের গল্প আসলে সেটাই বলে। আশা করি মানুষ সিনেমার এই দিকটির সঙ্গে সংযোগ খুঁজে পাবে।”
স্কট জানান, তাঁর প্রয়াত পিতা তাঁকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন স্প্রিংস্টিনের Nebraska অ্যালবামের সঙ্গে—যেটি এই চলচ্চিত্রেরও কেন্দ্রে রয়েছে।
অন্যদিকে, জেরেমি অ্যালেন হোয়াইট নিজেও স্বীকার করেন প্রচণ্ড চাপের মধ্যে অভিনয় করেছেন তিনি।
জিমি ফ্যালনের শো-তে তিনি বলেন,
“বাস্তব মানুষকে অভিনয় করা এক চাপ তার উপর যদি সেই মানুষ হন ব্রুস স্প্রিংস্টিন, তাহলে তো কথাই নেই! ট্রেলার বের হওয়ার পর যে প্রতিক্রিয়া পেয়েছি, এমনকি গোল্ডেন গ্লোব জেতার পরও এত বার্তা পাইনি।”
এবি/টিএ