চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ।
রাত সাড়ে ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যায়। ঘটনার সময় বিদ্যুৎ লাইন সচল থাকায় উদ্ধারে কেউ সাহস পাইনি। পরে বিদ্যুৎ বন্ধ হলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইকবাল নামের আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পটিয়া জানার ওসি মো. নুরুজ্জামান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ছুটে গেছেন। মরদেহগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআর