বাংলাদেশ নারী ফুটবল দলের কোচিং স্টাফে যোগ হলেন ক্যামেরন লর্ড। স্পোর্টস সায়েন্সে পিএইডি করা এই অস্ট্রেলিয়ান এরই মধ্যে যোগ দিয়েছেন থাইল্যান্ডে থাকা দলের সাথে।
থাইল্যান্ডের বিপক্ষে শুক্রবার ও সোমবার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত আগামী মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় উইমেন’স এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ ম্যাচগুলো খেলছে দল।
কোচ পিটার জেমস বাটলার আফঈদা-মনিকাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য অনেক দিন ধরেই বিদেশি ও অভিজ্ঞ একজনকে কোচিং স্টাফে চাইছিলেন। লর্ড আসায় তার সে চাওয়া পূরণ হলো।
নারী দলে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন লর্ড। তার প্রাথমিক দায়িত্ব মেয়েদের একক ও দলীয় শক্তি এবং ফিটনেস বৃদ্ধি নিয়ে কাজ করা।
এর আগে লর্ড অস্ট্রেলিয়াতে এ-লিগের দল পার্থ গ্লোরির সাথে কাজ করেছেন। মিশরের জেড এফসিতে হেড অব স্ট্রেন্থ অ্যন্ড কন্ডিশনিং বিভাগের প্রধান ছিলেন।
অস্ট্রেলিয়ার পার্থে জন্ম ও বেড়ে ওঠা লর্ডের পড়াশোনা ক্রীড়া বিজ্ঞান নিয়ে। ফুটবলারদের হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে তার একাধিক প্রবন্ধ ও বইও প্রকাশিত হয়েছে।
এমআর