বলিউড পরিচালক করণ জোহরের সাম্প্রতিক চেহারা দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক সময় স্থূলকায় পরিচিত করণ গত এক বছরে হঠাৎই প্রায় বিশ কেজি ওজন কমিয়েছেন। তাঁর নতুন চেহারা দেখে কেউ কেউ শিউরে উঠেছেন, আবার অনেকে তাঁর স্বাস্থ্যের দিকে উদ্বিগ্ন হয়েছেন।
প্রথমে শোনা গিয়েছিল, ওজন কমানোর জন্য করণ বিশেষ ওষুধ গ্রহণ করছেন। তবে পরিচালক নিজেই এটি অস্বীকার করেছেন। সম্প্রতি টুইঙ্কল খান্না এক অনুষ্ঠানে করণ ওজন কমানোর রহস্য উন্মোচন করেছেন। করণ জানিয়েছেন, তিনি ‘ওম্যাড’ পদ্ধতি অনুসরণ করেছেন, অর্থাৎ দিনে একবার নিরামিষভোজ গ্রহণের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করছেন। তিনি সমস্ত দুগ্ধজাত খাবার ও চিনি পুরোপুরি ত্যাগ করেছেন।
করণ এর মতে, এই পরিবর্তনের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সৌন্দর্য নয়, বরং ব্যক্তিগত জীবন ও পেশার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমার দু’টি সন্তানের জন্য এখনও আমাকে অনেক দিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শককে ভাল ভাল গল্প বলাও বাকি।” টুইঙ্কল খান্না তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় করণকে সাময়িকভাবে তামাশা করে বলেন, “আর কত ইঞ্জেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গিয়েছ দেখো। তোমার মা কিছু বলে না?” করণ জানান, এটি কেবল জীবনধারার পরিবর্তনের ফল, কোনো ওষুধ বা রোগ নয়।
এইভাবে পরিচালক নিজের স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন, যা তাঁর অনুরাগীদের জন্যও এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আরপি/এসএন