যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখাটা বুঝি পেয়েই যাবেন সাইফ হাসান। তবে দারুণ সে ইনিংসটার অপমৃত্যু ঘটল তারও অনেক আগেই। সেঞ্চুরি অপেক্ষাটাও শেষ হলো না তাই।
শুরু থেকেই আজ মারমুখী মেজাজে ছিলেন সাইফ হাসান। আগের ম্যাচের নায়ক আকিল হোসেইনের প্রথম ওভার থেকেই আদায় করেছিলেন দুটো চার।
সেই যে শুরু, আর থামানো যায়নি তাকে। উইকেটে টার্ন শুরু থেকেই ছিল। কিন্তু তার ব্যাটিংয়ে সেটা অনুভব করার সুযোগ ছিল কোথায়?
৪৪ বলে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি। যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল কোচ ফিল সিমন্সের মনের আশা পূরণ করেই ছাড়বেন।
তবে সেটা হলো না। ২০ রান আগেই থামতে হলো। বল একটু পুরোনো হতে বল আসছে খানিকটা ধীরে। তবে তার সঙ্গে সাইফ মানিয়ে নেননি। সেটাই কাল হলো তার।
রস্টন চেজের বলে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন। তবে তাকে ধরা পড়তে হয় বাউন্ডারি লাইনে জাস্টিন গ্রিভসের হাতে। ৭২ বলে ৮০ রানের দারুণ ইনিংসটা শেষ হয় তাতে। বাংলাদেশ ১৭৬ রানে খুইয়ে বসে তাদের প্রথম উইকেট।