বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি সম্প্রতি জানিয়েছেন, তিনি ভাগ্যে দৃঢ় বিশ্বাসী। জীবনের উত্থান-পতন দুটোই দেখেছেন, তবে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে এবং শেষ পর্যন্ত সব ভালো দিকেই গড়ায়।
শিল্পা বলেন, “আমি ভাগ্যে বিশ্বাসী, এবং মনে করি আমি ভাগ্যের সন্তান। জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে। শেষ পর্যন্ত সব ঠিকই হয়।”
শিল্পা শেট্টি জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর গুরুত্ব দেন। তিনি মনে করেন, জীবন নিজের হাতে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও ভাগ্যের প্রতি আস্থা রাখলে মানসিক শান্তি ও শক্তি পাওয়া যায়। উত্থান-পতনের সময়ে তিনি সবকিছুকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার শিক্ষা নেন। অভিনেত্রী আরও বলেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা অর্থবহ, এবং কষ্টের মাঝেও লুকিয়ে থাকে কিছু ভালো।
শিল্পা শেট্টির এই বক্তব্য তার ভক্ত ও অনুসারীদের মধ্যে ইতিবাচক বার্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। অনেকেই এই দর্শনকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করছেন, যা উদ্বুদ্ধ করে আশা ও আত্মবিশ্বাসে।
কেএন/টিকে