পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ডেভিড মিলারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ‘কিলার মিলার’ খ্যাত এই মারকুটে ব্যাটারের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়ার কথা থাকলেও, অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। মিলার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেই। মিলারের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেবেন অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে অলরাউন্ডার ডোনোভান ফেরেইরাকে এবং ওয়ানডে দলের নেতৃত্বে ম্যাথু ব্রিটজকে দায়িত্ব দেয়া হয়েছে।
মিলার ছাড়াও সাদা বলের এই সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজে। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অটনিয়েল বার্টম্যান। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটার টনি ডি জর্জি, যিনি সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন।
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর। এরপর ৪ নভেম্বর ফয়সালাবাদে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিলারের মতো অভিজ্ঞ তারকার অনুপস্থিতিতে দুই নতুন অধিনায়কের নেতৃত্বে প্রোটিয়ারা কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।
টি-টোয়েন্টি দল: করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাদ উইলিয়ামস, অটনিয়েল বার্টম্যান।
ওয়ানডে দল: ম্যাথু ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, অটনিয়েল বার্টম্যান।
এসএস/টিএ